ভদ্রমহিলা সিটে বসে থাকার সময়ে রুকস্যাকটি সামনে রেখেছিলেন বলে বসে থাকার সময় পোশাকটি কতটা স্বল্প সেটা না বোঝা গেলেও উঠে দাঁড়াতেই তাঁর স্বল্প দৈর্ঘ্যের বিকনি পোশাকটি দেখা যাচ্ছে৷
দেখে নিন সেই সাহসী পোশাকের মারাত্মক ভাইরাল ভিডিও
advertisement
ভাইরাল ভিডিও বা ভাইরাল রিল সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু করেছে ৷ বেশিরভাগ মানুষই মেয়েটির লজ্জাবোধ , সৌজন্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছে৷ অনলাইনেই মানুষ দিল্লি মেট্রো কর্তৃপক্ষকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে৷ দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) সোশ্যাল মিডিয়ায় বিবৃতি জারি করেছেন পাবলিক প্লেসে সোশ্যাল এটিকেট যেন মেনে চলেন যাত্রীরা৷ যাতে অন্য যাত্রীদের কোনও অসুবিধা না হয় এটাই বিবৃতি জারি করা হয়েছে৷
আরও পড়ুন - Shukra Gochar: হাতে অল্প সময়, তারপরেই শুক্রের গোচর, ৪ রাশির জীবনে হবে তোলপাড়, রয়েছে অশুভ ইঙ্গিত
ডিএমআরসি অপারেশনস মেনটেইনেন্স অ্যাক্ট অনুযায়ী এই ধরণের অশালীন পোশাক ৫৯ সেকশনের অন্তর্ভুক্ত বিষয়ে পড়ে যা শাস্তিযোগ্য অপরাধ৷
আরও দেখুন -
এদিকে মেট্রোতে একাধিক সময়ে অশ্লীল পোশাক পরে যাত্রীদের দেখা গেছে সেটাই এই মুহূর্তে নেটে ভাইরাল হয়ে গেছে৷
এদিকে মেয়েটিকে যাকে নিয়ে সর্বত্র এত উথালপাথাল সে অবশ্য এসবেও পিছু হঠতে নারাজ৷ সে জানিয়েছে তার শরীর তার চয়েস৷ ফলে সে যা খুশি পরতে পারে৷ তাকে দিল্লির উরফি জাভেদ হিসেবে তাঁকে দেখায় তার মন্তব্য সে নাকি আগে উরফিকে চিনত না৷