হাসপাতালের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন রোগীর আত্মীয়রা। ঘটনাটি ঘটে গত শুক্রবার। এক প্রত্যক্ষদর্শী প্রমোদ গুপ্তার দাবি, ‘ভয়ঙ্কর এক দৃশ্য। এমন কিছু দেখলে সকলেই ভয় পাবেন। অনেকে সেটি দেখে দৌড়ে পালিয়ে যান। অনেকে আবার মোবাইল বের করে ছবি তুলতে থাকেন। গোটা এলাকায় শোরগোল পড়ে যায়।’
advertisement
আরও পড়ুন: বাজারে খেজুরের নামে চিনা জুজুবি বিক্রি হয়! কীভাবে বুঝবেন? আসল খেজুর চেনার সহজ উপায় জানুন
হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয় এমন মারাত্মক কাণ্ড। তবে কুকুরের মুখ থেকে সেই হাত তারা কেউই ফেরত নেয়নি। বরং কুকুরটিকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় সেই কাটা হাত হাসপাতালের সামনের রাস্তার উপরেই পড়ে ছিল বলে অভিযোগ স্থানীয়দের। পরে এক হাসপাতাল কর্মী ওই কাটা হাতটি উদ্ধার করেন।
আরও পড়ুন: ২০২৪-এ বাচ্চাদের এই নামগুলি বিলুপ্ত হয়ে যাবে? অবাক করা সব নাম তালিকায়! জানুন
কারণ, কুকুরটি ফিরে এসে হাতটি খুবলে খেতে শুরু করেছিল। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় কুকুরের মুখে কাটা হাতের দৃশ্য। সেই থেকে নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাতটি উদ্ধার করা হয় ও কুকুরটিকে তাড়ানো হয়। জানা যায়, কাঠ কাটতে গিয়ে হার্দোই এলাকার বাসিন্দা সুমিত কুমারের কাটা হাত ছিল সেটি। হাসপাতাল সেই হাতটি জোড়া লাগাতে পারেনি। পরে পুলিশের উপস্থিতিতে খোবলানো হাত রোগীকে ফেরত দেওয়া হয়।
