TRENDING:

Uttar Pradesh: একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...

Last Updated:

আলাদা আলাদা পাঁচদিন ধরে পাঁচ জায়গায় সাপ ছোবল মারে যুবককে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আগ্রা: উত্তরপ্রদেশের আগ্রায় ২০ বছরের যুবক রজত চাহারের থেকে বদলা নিতে মরিয়া একটি সাপ! একবার- বা দুবার নয়, একটি সাপ এই যুবককে পাঁচবার কামড় বসিয়েছে৷ কিন্তু এতেও যথেষ্ট পরিমাণ বিষ ঢালতে পারেনি এই সাপ৷ কারণ চিকিৎসার পর প্রাণ ফিরে পেরেছেন ওই যুবক৷ কিন্তু ওই যুবকের পরিবার এখনও আতঙ্কের প্রহর গুনছেন৷
viral news:  snake bites a young man 5 times in Agra
viral news: snake bites a young man 5 times in Agra
advertisement

আগ্রার দক্ষিণী বাইপাসের থানা মলপুরা ক্ষেত্রের মনকেড়া গ্রামে এখনও সাপের কামড়ের বিষয়ে কৌতুহল বজায় রয়েছে৷ মনকেড়া গ্রামের ২০ বছরের যুবক রজত চাহার স্নাতকের ছাত্র৷ রজতকে সাপে কাটার চর্চা আশেপাশের গ্রামেও ছড়িয়ে পড়েছে৷ পরিবার তাঁর শুশ্রুষা চালিয়ে যাচ্ছে৷ স্বাস্থ্যের দিক থেকে সেরে গেলেও ভয় এখনও তাঁর মনে বসে রয়েছে৷ খবর অনুযায়ি সাপ বাঁ পায়ে বারবার ছোবল মারে৷

advertisement

আরও পড়ুন -  Age Limit for Drinking Alcohol: কত বয়স থেকে কিনতে পারেন মদ, আর কারাই বা মদ খেতে পারে, কোনও নিয়মই নেই...

এই ঘটনা ঘটে ৬ সেপ্টেম্বর যখন রাত ৯ টা-র সময় ঘরের বাইরে হাঁটতে বেরিয়েছিলেন৷ সেই সময়েই তাঁর বাঁ পায়ে সাপে ছোবল মারে৷  রজত চিল্লায়ার দিকে সাপটি ছুটছিল৷ এরপরে রজত দেশি পদ্ধতিতে চিকিৎসা করা হয়৷ এরপর তাঁকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে জানানো হয় ওই যুবকের গায়ে এই মুহূর্তে সাপে কাটার কোনও লক্ষণ নেই৷ এরপর ডাক্তররা নজরদারিতে রাখার পর তাঁকে ৪ ঘণ্টা বাদে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এরপর ১১ সেপ্টেম্বর ঘরের ভেতরে ফের তাকে সাপ ছোবল মারে৷ তারপর ১৩ সেপ্টেম্বর টয়লেটে ফের একবার কামড়ায়, এই মুহূর্তে যুবকটির চিকিৎসা করানো হচ্ছে৷ এতেই শেষ ছিল না ১৪ সেপ্টেম্বর ফের জুতো পরার জায়গায় আবার তাকে সাপে কামড়ে দেয়৷  কিন্তু এখনও তার শরীর ঠিক আছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh: একবার নয় দু'বার নয়, পাঁচ বার ছোবল মারল সাপ, তারপর যুবকের যা হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল