কিন্তু বিভাগীয় রেকর্ড থেকে জানা যায় যে তাঁর নামে ১৭.৪৭ কোটি টাকার পোশাকের ব্যবসা রয়েছে। ভুক্তভোগী ওমজি শুক্লা আবাস বিকাশ কলোনির হংসপুরমের বাসিন্দা।
আরও পড়ুন: অনলাইনে জিনিস কেনেন? শিলিগুড়িতে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন, পুলিশের জালে খোদ ডেলিভারি বয়!
প্রায় দুই সপ্তাহ আগে তিনি ডাকযোগে এক পৃষ্ঠার একটি নোটিশ পান। প্রতিবেশীদের কাছে এটি দেখালে তাঁরা বলে যে এটি জাল, কিন্তু ওমজি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এটি নিরাপদে রেখে দেন। ২১ অগাস্ট, পোস্টম্যান আবার এসে ৩২ পৃষ্ঠার একটি বিস্তারিত নোটিশ হস্তান্তর করেন।
advertisement
আরও পড়ুন: সোদপুর স্টেশনে উল্টে গেল এক্সপ্রেস ট্রেন! কীভাবে? আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে, দেখুন
এতে কেবল ওমজির সঠিক ঠিকানা এবং প্যান নম্বরই লিপিবদ্ধ ছিল না, বরং সাত দিনের মধ্যে সমস্ত নথিপত্র-সহ বিভাগের সামনে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হয়েছিল।
নোটিস অনুযায়ী, ওমজির নামে ১৭ কোটি ৪৭ লক্ষ ৫৬ হাজার টাকার পোশাক ব্যবসা নিবন্ধিত রয়েছে। এর উপর তাকে ৩ কোটি ১৪ লক্ষ ৫৬ হাজার টাকা কর দিতে নির্দেশ দেওয়া হয়েছে।