TRENDING:

Viral News: লাইভ প্রোগ্রামে বিশৃঙ্খলা! তর্ক থেকে থাপ্পড়-ঘুষি, ডিবেটে বিজেপি–কংগ্রেস মুখপাত্রের মারামারি

Last Updated:

Viral News: এক তেলুগু নিউজ চ্যানেলের লাইভ ডিবেটে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। আলোচনার মাঝেই বিজেপি ও কংগ্রেসের দুই মুখপাত্র একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দরাবাদ: এক তেলুগু নিউজ চ্যানেলের লাইভ ডিবেটে ঘটে গেল নজিরবিহীন ঘটনা। আলোচনার মাঝেই বিজেপি ও কংগ্রেসের দুই মুখপাত্র একে অপরের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে এবং মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
News18
News18
advertisement

ভিডিওতে দেখা যায়, প্রথমে দুই দলের প্রতিনিধির মধ্যে তীব্র বাকবিতণ্ডা চলছিল। কংগ্রেসের মুখপাত্র আঙুল তুলে মন্তব্য করার পর বিজেপি মুখপাত্র রেগে গিয়ে টেবিলে জোরে আঘাত করেন। এতটাই জোরে শব্দ হয় যে স্টুডিও জুড়ে প্রতিধ্বনি শোনা যায়। আচমকা ওই শব্দে ভড়কে গিয়ে সঞ্চালিকা দু’হাত দিয়ে কান ঢেকে ফেলেন।

আরও পড়ুনঃ ডিসেম্বর মাসে একাধিক গ্রহের গোচর, জেনে নিন কার প্রভাবে কীভাবে ভাগ্য বদলাতে চলেছে

advertisement

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন কংগ্রেস মুখপাত্র চেয়ার থেকে উঠে বিজেপি মুখপাত্রকে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়—চড়, ঘুষি, ধাক্কাধাক্কি, সবই চলতে থাকে লাইভ ক্যামেরার সামনে। ভিডিওতে দেখা যায়, দুই নেতা স্টুডিওর ভেতরে একে অপরকে ঠেলে নিয়ে যাচ্ছেন, আর ওই সময় অন্যান্য প্যানেলিস্ট ও স্টুডিও কর্মীরা ছুটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রিটিশ ডাক্তার হয়েছিলেন 'কোটিপতি' ব্যবসায়ী, আজও সোনামুখীতে রয়েছে বাড়ি! অনেকে জানেন না
আরও দেখুন

ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। দর্শকরা হতবাক—অনেকেই বলছেন, “ডিবেট নয়, যেন লাইভ অ্যাকশন দৃশ্য!” ঘটনা নিয়ে এখনও পর্যন্ত দুই রাজনৈতিক দল বা চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলা খবর/ খবর/দেশ/
Viral News: লাইভ প্রোগ্রামে বিশৃঙ্খলা! তর্ক থেকে থাপ্পড়-ঘুষি, ডিবেটে বিজেপি–কংগ্রেস মুখপাত্রের মারামারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল