বিয়ের দিনের কেনর নাচের ভিডিও দুর্বার গতিতে ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় যা এক নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ এই সময়ের অত্যন্ত একটি রঙ্গবতি রঙ্গবতি গানটির সঙ্গে জমিয়ে নেচেছেন ৷ মূলত রঙ্গবতি গানটির উৎস নিয়ে বিস্তারিত ভাবে না গিয়ে বলা যেতে পারে যে গোত্র ছবিতে এই গানটি ব্যবহার করেছেন পরিচালক নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়, গানটিতে অভিনয় করেছেন মানালি দে, দেবলীনা কুমার, ওম সাহানি, অনসূয়া মজুমদার, গানটি গেয়েছেন সঙ্গীত শিল্পী সুরজিত চট্টোপাধ্যায় ৷
advertisement
গোত্র ছবির মুক্তি পাওয়ার আগে থেকে এই গানটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে প্রমোশন হয়েছিল ৷ সেই গানই এবার পছন্দ নতুন বউয়ের ৷
হাতে শাঁখা-পলা, মাথায় টোপর, বেনারসীতে অপরূপে সাজে সজ্জিতা এক নতুন বউ তুলে ধরলেন তাঁর সেরা নাচ, সেই নাচের ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় দুর্বার গতিতে ৷ একনজরে দেখে নেওয়া যাক নতুন বউয়ের আগুন ধরানো পারফরমেন্স ৷