সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও দেখে অন্তত তেমনই মনে হচ্ছে। ভিডিওগুলিতে দেখা যাচ্ছে, কীভাবে কিলোমিটারের পর কিলোমিটার উড়ে আসছে পঙ্গপালের দল। আর মেঘের মতো ঢেকে ফেলছে এলাকা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে লিখেছেন, এমন দেখিনি জীবনে।
advertisement
একেবারে শহরের মধ্যে, মানে জয়পুরের পাকা বাড়ির ছাদে, এলাকার পর এলাকা জুড়ে যেভাবে পঙ্গপালের ঝাঁক উড়ে চলে যাচ্ছে তা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। পূর্ব আফ্রিকায় এই দলের কারণেই এমনভাবে ফসল নষ্ট হয়েছিল যে খাদ্যাভাবে পড়েছিলেন সাধারণ মানুষ। সেই দলই এসেছে ভারতে।
স্বাভাবিক কারণে প্রশাসনের কপালে ভাঁজ পড়েছে। তবু লড়াই করার চেষ্টা চলছে। প্রশাসন জানিয়েছে, ড্রোনের সাহায্যে পঙ্গপালের ঝাঁক মোকাবিলা করা হবে। বিশেষ দল এসেছে পরিস্থিতি নজর রাখতে ও মোকাবিলা করতে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহারাষ্ট্রে প্রবেশ করেছে এই বিশাল পঙ্গপালের ঝাঁক।