বন্যপ্রাণ পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র বা সিডব্লিউসি-র একটি দল নৌকায় করে ওই গন্ডার শাবকটিকে উদ্ধার করে৷ কাজিরাঙা অভয়ারণ্যের ট্যুইটার পেজেই সেই ভিডিওটি শেয়ার করা হয়৷
সেখানে বলা হয়, গত মঙ্গলবার কাজিরাঙা আগরতলি রেঞ্জে ওই মাদি গন্ডার শাবকটি মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে৷ যেহেতু শাবকটির মায়ের খোঁজ পাওয়া যায়নি, তাই সেটিকে উদ্ধার করে সিডব্লিউসি-র রেসকিউ সেন্টারে রাখা হয়েছে৷ বৃহস্পতিবার ফের কাজিরাঙা কর্তৃপক্ষ ট্যুইট করে জানায়, উদ্ধার হওয়া ওই গন্ডার শাবকটি এখন ভাল আছে৷ যেরকম তৎপরতার সঙ্গে বন্যা আটকে পড়া অসহায় প্রাণীগুলিকে উদ্ধার এবং সাহায্যের চেষ্টা করছে কাজিরাঙা কর্তৃপক্ষ, ট্যুইটারে অনেকেই তার প্রশংসা করেছেন৷
অসমের ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত ৩৩টি জেলা ক্ষতিগ্রস্ত৷ বন্যার জেরে ৭১ জন মানুষ প্রাণ হারিয়েছেন, পাশাপাশি কাজিরাঙার ৭৬টি বন্যপ্রাণীরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ যার মধ্যে ৬টি গন্ডার রয়েছে৷