ভিডিওটি তুলেছেন পোল্যান্ডের পর্বতারোহী অ্যাডাম বিয়েলেকি৷ এই অ্যাডামই চূড়ান্ত দুঃসাহসিকতার পরিচয় দিয়ে উদ্ধার করেছেন ভারতের অনুরাগ মালুকে৷
এদিন এভারেস্ট ট্যুডের তরফে শেয়ার করা হয়েছে সেই দুঃসাহসিক উদ্ধার অভিযানেরই এক টুকরো ভিডিও৷ ভিডিও ক্যাপশনে লেখা রয়েছে, ‘অন্নপূর্ণা (৮০৯১ মিটার) থেকে অনুরাগ মালুকে এই ভাবে উদ্ধার করার দুঃসাহসের জন্য ধন্যবাদ৷ অনুরাগকে হিমবাহের গভীর খাত থেকে উদ্ধার করার পিছনে আপনার যে অবদান, তা অভাবনীয়৷ প্রণাম৷’
গত ১৭ এপ্রিল অন্নপূর্ণা অভিযানে গিয়ে হিমবাহের বরফের গভীর খাতে পড়ে নিখোঁজ হয়ে যান ভারতীয় পর্বতারোহী অনুরাগ মালু৷ তাঁকে উদ্ধারের জন্য যে বিশেষ দল তৈরি হয়, তার সদস্য ছিলেন অ্যাডাম ও তাঁর এক বন্ধু৷ ছিলেন ৬ জন শেরপাও৷ গোটা দলের নেতৃত্বে ছিলেন শেরপা ছাঙ দাওয়া৷ প্রায় ৩০০ মিটার গভীর হিমবাহের খাত থেকে বৃহস্পতিবার সকালে উদ্ধার করা হয় অনুরাগকে৷
বর্তমানে অনুরাগের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক৷