বাবা ফরিদ ইউনিভার্সিটির ভায়েস চ্যান্সেলর ডক্টর রাজ বাহাদুর দাবি করেছেন, ওই হাসপাতালে যে সমস্ত ভেন্টিলেটর মেশিন পড়ে রয়েছে সেগুলি সবই খারাপ। তিনি জানিয়েছেন, পিএম কেয়ার ফান্ডের তরফে ৮২ ভেন্টিলেটর মেশিন দেওয়া হয়েছিল। যার মধ্যে ৬২ টি মেশিন কাজই করছে না। হাসপাতাল কর্তৃপক্ষ শুরু থেকেই বলছে, পিএম কেয়ার ফান্ডের টাকা থেকে কিনে যে সব ভেন্টিলেটর মেশিন পাঠানো হয়েছে সেগুলি বেশিরভাগ খারাপ। এমনকী প্রতিটি মেশিনের মানও বেশ খারাপ। আইসিইউ-র ডাক্তার ও অ্যানেসথেসিস্টদের দাবি, কেন্দ্রের তরফে যে ভেন্টিলেটর মেশিনগুলো তাদের পাঠানো হয়েছে সেগুলি এক বা দুই ঘন্টা কাজ করার পরই বন্ধ হয়ে যাচ্ছে। এই ব্যাপারে কেন্দ্রের কাছে অভিযোগ জানিয়েছেন তাঁরা। ভেন্টিলেটরের কোয়ালিটি যে খুব খারাপ তা কেন্দ্রকে জানানো হয়েছে। কিন্তু কোনও লাভ হয়নি। তাই হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করেছে, আগে সব ভেন্টিলেটর মেশিন সারাই করা হবে, তার পর সেগুলি রোগীদের সেবায় ব্যবহার করা হবে।
advertisement
ইতিমধ্যে পাঞ্জাব সরকার মেশিন ঠিক করার জন্য ইঞ্জিনিয়ার ও টেকনিশিয়ানদের ফরিদকোট পাঠানোর ব্যবস্থা করেছে। এরই মধ্যে ভেন্টিলেটর ইনস্টল না করার জন্য পাঞ্জাব সরকারকে দুষছে কেন্দ্র। বুধবার একটি চিঠিতে কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণক পাঞ্জাব সরকারকে চিঠিতে লিখেছে, আপনাদের ৮০৯ টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে। তার মধ্যে ৫৫৮ টি ভেন্টিলেটর এখনো পর্যন্ত হাসপাতালে ইন্সটল করা হয়েছে। ২৫১ টি ইন্সটল করা হয়নি। এই ব্যাপারে পাঞ্জাব সরকারের থেকে কারণ জানতে চেয়েছে কেন্দ্র। পাঞ্জাব সরকার অবশ্য আগেই কেন্দ্রকে জানিয়েছিল, পিএম কেয়ার ফান্ড থেকে কিনে পাঠানো ভেন্টিলেটরগুলির বেশিরভাগ কাজ করছে না।