TRENDING:

মরুরাজ্যে বিজেপি সঙ্কটে, কঠিনতম লড়াইয়ে হারই ভবিতব্য বসুন্ধরার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: বসুন্ধরা রাজের সুপ্রসিদ্ধ বংশপরম্পরা থাকা সত্ত্বেও রাজনীতির ময়দান কোনওদিনই মসৃণ ছিল না তাঁর। সমস্ত বাধা থাকা সত্ত্বেও যিনি রাজস্থানে পুনর্নির্বাচন চাইছেন। ১৯৯৩ সালের পর থেকে রাজস্থানে আর কোনও শাসক দল পরপর দু'বার ক্ষমতায় আসেনি। ৬৫ বছরের বসুন্ধরা রাজের কাছে এই নির্বাচনের বৈতরণী পেরোনো তাই কঠিনতম চ্যালেঞ্জ।
advertisement

ট্রেনডসে যা দেখা যাছে তাতে বসুন্ধরা রাজেকে রাজ্যপাট ওঠাতে হচ্ছে - এনিয়ে কোথাও সংশয় নেই। সব সমীক্ষাই জানাচ্ছে, বসুন্ধরার নিষ্ক্রিয়তার মূল্য দিতে হবে বিজেপিকে।

২০০৮ সালে কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পর এই নির্বাচন বসুন্ধরা রাজের কাছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ রাজনৈতিক চ্যালেঞ্জ হতে চলেছে। কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন। এই সময় তাঁর মতো হেভিওয়েট প্রার্থী হেরে যাওয়া মানে তা সবদিক দিয়েই চাপে ফেলে দেবে বিজেপিকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

১৯৮৪ সালে বিজেপিতে যোগ দেন বসুন্ধরা রাজে। ২০০৩ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন তিনি। ২০১৩ সালে ৬০ বছর বয়সে প্রথমবারের থেকেও বেশি ভোটে জিতে মুখ্যমন্ত্রী পদে বসেন। কাল তাঁর ভাগ্যে কী রয়েছে, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সোনার কেল্লার রাজ্য।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মরুরাজ্যে বিজেপি সঙ্কটে, কঠিনতম লড়াইয়ে হারই ভবিতব্য বসুন্ধরার