ব্রডব্যান্ড সংক্রান্ত ওই বিল খোদ সাংসদকেই মেটানোর কথা। ২০১৪ সালে ওই কেন্দ্রে বরুণের মা মেনকা গান্ধী সাংসদ হন। কিন্তু এ বারে ফের পিলভিট কেন্দ্র থেকে বরুণ দাঁড়ানোয় ওই বিল মেটানোর জন্য কমিশনের দ্বারস্থ হন বিএসএনএল কর্তৃপক্ষ। মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় সরকারি ঋণ থাকলে সংশ্লিষ্ট দফতরে এনওসি জমা করতে হয় কমিশন দফতরের কাছে। যদি তা না করা হয় নির্বাচন বিধি লঙ্ঘন বলে গণ্য করা হয়। এর জেরে ওই প্রার্থীর মনোনয়ন পত্র খারিজও হতে পারে।
advertisement
Location :
First Published :
April 10, 2019 5:45 PM IST