ভরদার তাণ্ডবের পর একটু একটু করে ছন্দে ফিরছে চেন্নাই। এখনও শহরজুড়ে ছড়িয়ে ছিটিয়ে ধ্বংসের ছবি। অতি প্রবল ঘূর্ণিঝড় আর বৃষ্টির দাপটে নিহত হয়েছেন কমপক্ষে পাঁচজন। সমুদ্রে আন্তর্মহাদেশীয় কেবল ছিঁড়ে বিপর্যস্ত ইন্টারনেট পরিষেবা। তছনছ হয়ে গিয়েছে গোটা শহর। চব্বিশ ঘণ্টা পর, ভয়াল ভরদার দাপট কমলেও এখনও থমকে তামিলনাড়ুর রাজধানী। তার সঙ্গেই থমকে একবিংশ শতকের নিত্যনৈমিত্তিক কাজ ৷
advertisement
সোমবার বিকেল থেকে স্তব্ধ ভোডাফোন ও বিএসএল-এর মতো মোবাইল সংস্থাগুলি নেট পরিষেবা ৷ কিঞ্চিৎ ক্ষতি্গ্রস্থ বাকি ইন্টারনেট প্রোভাইডার কোম্পানিগুলিও ৷ ফলে কয়েক কোটি অ্যান্ড্রয়েড ফোন নেটের অভাবে অকেজো ৷ ফোন পরিষেবা চালু থাকলেও ইন্টারনেট না থাকায় হাই-টেক নামী দামী ফোনগুলি এখন মেলায় কেনা খেলনা ফোন ৷
সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, ভরদা ঘূর্ণিঝড়ের প্রভাবে ছিঁড়ে গিয়েছে আন্তর্দেশীয় মেরিন কেবল ৷ ফলে স্তব্ধ ইন্টারনেট পরিষেবা, থমকে গিয়েছে যোগাযোগ ৷ বঙ্গোপসাগরের নীচে ক্ষতিগ্রস্থ কেবলের মেরামতিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালাচ্ছেন ইঞ্জিনিয়াররা ৷
তবে কবে পরিষেবা স্বাভাবিক হবে তা স্পষ্ট করে বলা না গেলেও মঙ্গলবার রাতের মধ্যে অবস্থা স্বাভাবিক হওয়ার আশা কম ৷ মোবাইল সংস্থাগুলি তরফে সাময়িক পরিষেবা পাওয়ার আশার কথা শোনালেও বার বার বন্ধ হয়ে যাচ্ছে মোবাইলে ইন্টারনেট পরিষেবা ৷ সংস্থাগুলির তরফে গ্রাহকদের মেসেজ পাঠিয়ে সমস্ত পরিস্থিতি সম্পর্কে জানিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে ৷
ঘণ্টায় প্রায় দেড়শো কিলোমিটার গতি নিয়ে ভূখণ্ডে ঢুকেই তাণ্ডব চালায় ভরদার। কোথাও ঝড়ে উড়ে গিয়েছে ছাদ। কোথাও বা উলটে গিয়েছে বাস ও গাড়িও। ভয়ঙ্কর সাইক্লোনে তছনছ জনজীবন। এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ভরদায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১০ ৷ চেন্নাইয়ে ৪, কাঞ্চিপুরমের ২, তিরুভল্লুরের ২ মৃত ১ ভিল্লুপুরম ও ১ নাগাপট্টিনমবাসীর মৃত্যু হয়েছে ভরদায়, জানিয়েছে NDMA ৷