নির্যাতিতার বাবা লালপুর পাণ্ডেপুর থানায় দায়ের করা নিজের এফআইআর-এ জানিয়েছেন, গত ২৯ মার্চ নিজের এক পুরুষ বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়েছিলেন৷ নির্যাতিতার বাবা জানাচ্ছেন, এর আগেও তাঁর মেয়ে ছেলেটির সঙ্গে বেরত, আবার ঠিক সময়ে ফিরেও আসত, কখনও কোনও সমস্যা হয়নি৷ কিন্তু, ২৯ তারিখ সেই যে তাঁর মেয়ে বেরিয়েছিল, তার পরে আর ফেরেনি৷ বাধ্য হয়েই গত ৪ এপ্রিল মেয়ের নামে একটি মিসিং ডায়েরি করেন তিনি৷
advertisement
অভিযোগ, এরপরেই পাণ্ডেপুর ইন্টারসেকশনের কাছে তাঁর মেয়েকে ফেলে রেখে যায় ওই অভিযুক্ত যুবক৷ মেয়ের উপর সাত দিন ধরে চলা অত্যাচারের কথা মেয়ের মুখে শুনতেই থানায় এসে অভিযোগ দায়ের করেন ওই বৃদ্ধ৷
বারাণসীর বরুণা জোনের ডিসিপি চন্দ্রকান্ত মীনা ঘটনার কথা স্বীকার করে বলেছেন, ‘‘আমরা অভিযোগ পেয়েছি, একটি মামলা রুজু করা হয়েছে৷ তদন্ত চলছে৷’’ তিনি জানিয়েছেন. গত ৬ এপ্রিল লালপুর পাণ্ডেপুর থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতার বাবা৷ ইতিমধ্যেই ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
মীনা বলেন, ‘‘৬ জনকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে৷ প্রয়োজন মতো আইনি ব্যবস্থা নেওয়া হবে৷’’ ধৃতদের প্রত্যেকেই বারাণসীর হুকুলগঞ্জ এবং লাল্লাপুরার বাসিন্দা৷