নাসিক করিডোরে ট্রায়ালের জন্য দুটি বন্দে সাধারণ ট্রেন গত ২৯ অক্টোবর মুম্বইয়ের ওয়াদি বান্ডার ইয়ার্ডে পৌঁছায়। প্রথম বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেন নয়া দিল্লি-মুম্বই রুটে পরিষেবা দেবে বলে মনে করা হচ্ছে। তবে এই বিষয় ভারতীয় রেলের পক্ষ থেকে এখনও কোনও অফিসিয়াল ঘোষণা করা হয়নি।
আরও পড়ুন: তৃণমূলের বিজয়া সম্মেলনীতে এ কী কাণ্ড! মুখ পুড়ল বিধায়কের! প্রবল চাঞ্চল্য বালিতে
advertisement
ট্রেনগুলিকে স্বয়ংক্রিয় দরজার মতো বিলাসবহুল ফিচার দিয়ে সজ্জিত করার পরিবর্তে, বন্দে সাধারণগুলিতে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা লাগানো যেতে পারে।
নতুন রূপে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। নাম দেওয়া হয়েছে, বন্দে সাধারণ এক্সপ্রেস। মধ্যবিত্তের জন্য বিশেষ উপহার এই ট্রেন। কারণ অপেক্ষাকৃত সস্তা হবে বন্দে সাধারণ ট্রেনের ভাড়া। ট্রেনের প্রথম ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় রেল। কী কী সুবিধা থাকবে ট্রেনটির?
আরও পড়ুন: সাইকেলের লিক সারাতেন এক সময়, এখন একাই বুর্জ খলিফার ২২ ফ্ল্যাটের মালিক! কে এই ব্যক্তি?
জানা যাচ্ছে, মূলত এটি হবে স্লিপার ক্লাস, কোনও এসি কোচ এই ট্রেনে দেওয়া হবে না। মূলত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্যই এই সুবিধা উপলব্ধ করতে চাইছে ভারত সরকার। আর ভারতীয় রেলের এই নতুন ট্রেনকে আখ্যা দেওয়া হয়েছে ‘গরিবের বন্দে ভারত।’ রেল সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই দেশের পাঁচটি রুটে বন্দে ভারত সাধারণ ট্রেন চালানোর বিষয়টা চূড়ান্ত করা হয়েছে। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রেলের তরফ থেকে এই রুটগুলি নিয়ে পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে।
শোনা যাচ্ছে, যে পাঁচটি রুটে বন্দে ভারত সাধারণ ট্রেন চালানোর কথা ভাবনাচিন্তা করা হয়েছে তার একটি রয়েছে বাংলাতেও। যদিও এই বিষয়ে নিশ্চিত এখনও কোনও ঘোষণা হয়নি। তবে মূলত যে পাঁচটি রুটে এই ট্রেন চালানোর আলোচনা চলছে সেগুলি হল : পটনা- নিউ দিল্লি
হাওড়া – নিউ দিল্লি, হায়দরাবাদ – নিউ দিল্লি, মুম্বই – নিউ দিল্লি, এরনকুলাম- গুয়াহাটি।