উল্লেখ্য, বর্তমানে দেশের মোট ১৮ টি রুটে চলছে বন্দে ভারত। সরকারের লক্ষ্য আগামী আগস্ট মাসের মধ্যে সারাদেশে অন্তত ৭৫ টি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা। পশ্চিমবঙ্গেও সফর শুরু হয়েছে বন্দে ভারতের। এখনও পর্যন্ত মোট তিনটি বন্দে ভারত চলছে রাজ্যে। চলতি বছরের শুরুতে হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে সফর শুরু করেছিল রাজ্যের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। তারপরে একে একে হাওড়া-পুরী এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলাচল শুরু করেছে আরও দু’টি বন্দে ভারত। রাজ্যের অন্য একাধিক রুটে বন্দে ভারতের জন্য প্রস্তাব দেওয়া হয় রেলকে। কিন্তু রেল সেই বিষয়ে কোনও নিশ্চিত সিদ্ধান্ত নেয়নি
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 16, 2023 9:15 PM IST