যাত্রাপথের বিরতিতে মাত্র ১৪ মিনিটে গোটা বন্দে ভারত এক্সপ্রেস সাফ করার লক্ষ্যমাত্রা নিল রেল মন্ত্রক৷ গতকাল ১ অক্টোবর কেন্দ্রীয় সরকারের স্বচ্ছতা অভিযানের অংশ হিসেবে এই নতুন কর্মসূচি চালু করে রেল৷ বিভিন্ন রাজ্যে রাজ্যে যাত্রাপথের বিরতির মাঝে মাত্র ১৪ মিনিটের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস পরিষ্কার করে ফেলেন রেলের সাফাইকর্মীরা৷
আরও পড়ুন: পুজোর মুখে ডুয়ার্সে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা, মৃত্যু কলকাতার পর্যটকের! আহত আরও ৫
advertisement
বন্দে ভারত এক্সপ্রেসের মূল বৈশিষ্ট্য হল যে স্টেশন থেকে এই ট্রেন যাত্রা শুরু করে, দিনের শেষে সেই স্টেশনেই ফিরে আসে এই সেমি হাইস্পিড ট্রেন৷ আপ এবং ডাউন সফরের মাঝে প্রতিটি বন্দে ভারত এক্সপ্রেস সাফ সাফাইয়ে খুবই কম সময় পান রেল কর্মীরা৷ অনেক সময়ই সাফ সাফাইয়ের কাজ সময় শেষ না হওয়ায় গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করতে দেরি হয়ে যায় বন্দে ভারতের৷
সেই সমস্যা সমাধানেই এই নতুন উদ্যোগ নেয় রেল৷ খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি বন্দে ভারত এক্সপ্রেসে উঠে যাত্রীদের এই নতুন সাফাইয়ের অভিযানের কথা জানান৷ রেলের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে কম সময়ের মধ্যে বন্দ ভারত এক্সপ্রেস সাফ সাফাই করার ভিডিও তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে৷
জাপানে মাত্র সাত মিনিটের মধ্যে গোটা ট্রেন পরিষ্কার করে ফেলে৷ জাপানের মতো সাত মিনিটে না হলেও ১৪ মিনিটের মধ্যে ট্রেন সাফাইয়ের লক্ষ্য ধার্য করল ভারতীয় রেল৷