এই রুটে বন্দে ভারত-ই এখন দ্রুততম ট্রেন। শতাব্দী এক্সপ্রেসের থেকেও ১ ঘণ্টা আগে পৌঁছবে বন্দে ভারত। আগামী ২০ জুন রথযাত্রা। তার আগেই বন্দে ভারত-এর সূচনায় খুশি পর্যটক তথা পুণ্যার্থীরা। মনে করা হচ্ছে নতুন দ্রুতগামী এই ট্রেনের দৌলতে এ বছর পর্যটক সংখ্যা অনেক বেশি বাড়বে।
শুধু ওড়িশাই নয়। এটা ইস্ট কোস্ট রেলওয়ে জোনের ক্ষেত্রেও প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। হাওড়া থেকে পুরী এবং ফিরতে পথে প্রতি বার মোট ৭ টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত। খুরদা রোড জংশন, ভুবনেশ্বর, কটক, জয়পুর কে রোড, ভদ্রক, বালাসোর এবং খড়্গপুর স্টেশনে স্টপ দেবে বন্দে ভারত। বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন পাওয়া যাবে বন্দে ভারতের পরিষেবা।
advertisement
১৬ কোচের বন্দে ভারত-এর ১৪ টি কামরা চেয়ার কার-এর। বাকি দুটি এক্সক্লুসিভ ক্লাস। দু’টি ক্ষেত্রেই ভাড়া শতাব্দী এক্সপ্রেসের তুলনায় বেশি। হাওড়া থেকে পুরীর পথে চেয়ার কারের টিকিটের দাম ১,২৬৫ টাকা। এক্সক্লুসিভ ক্লাসের টিকিটের জন্য খরচ হবে ২৪২০ টাকা। শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে এই খরচ যথাক্রমে ১৩৮০ এবং ২১৩০ টাকা। অন্যদিকে পুরী থেকে হাওড়ার পথে বন্দে ভারতের চেয়ার কারের টিকিটের দাম ১,৪৩০ টাকা। এক্সক্লুসিভ ক্লাসের টিকিটের জন্য খরচ হবে ২৬১৫ টাকা। শতাব্দী এক্সপ্রেসের ক্ষেত্রে এই খরচ যথাক্রমে ১৪১৫ এবং ২১৬৫ টাকা।
আগামী ২০ মে, রথযাত্রার ঠিক এক মাস আগে যাত্রা শুরু করবে হাওড়া-পুরী এক্সপ্রেস। সকাল ৬টা ১০ মিনিটে হাওড়া থেকে ছেড়ে পুরীতে পৌঁছবে ১২টা ৩৫ মিনিটে। আবার পুরী থেকে এই ট্রেন ছাড়বে দুপুর ১.৫০ মিনিটে। হাওড়ায় পৌঁছবে ৮.৩০ মিনিটে।