TRENDING:

ফের শুরু বৈষ্ণুদেবী যাত্রা, কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে

Last Updated:

ফের চালু হল বৈষ্ণুদেবী যাত্রা ৷ বুধবার এক ভয়াবহ দাবানলে পুড়ে হয়েছিল ত্রিকুট পাহাড়ের সংলগ্ন ৫০ কিমি এলাকা ৷ আগত তীর্থযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এক যোগে ঝাঁপিয়েছে সবাই ৷ ঘটনাস্থলে বিশাল সুরক্ষাবাহিনী, সিআরপি এফ, ২০০ গ্রাউন্ড স্টাফ, বিপর্যয় মোকাবিলা দফতর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#জম্মু-কাশ্মীর: ফের চালু হল বৈষ্ণুদেবী যাত্রা ৷ বুধবার এক ভয়াবহ দাবানলে পুড়ে হয়েছিল ত্রিকুট পাহাড়ের সংলগ্ন ৫০ কিমি এলাকা ৷ আগত তীর্থযাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে এক যোগে ঝাঁপিয়েছে সবাই ৷ ঘটনাস্থলে বিশাল সুরক্ষাবাহিনী, সিআরপি এফ, ২০০ গ্রাউন্ড স্টাফ, বিপর্যয় মোকাবিলা দফতর ৷ পৌঁছেছে বায়ুসেনার উচ্চ ক্ষমতাসম্পন্ন হেলিকপ্টার ৷ একযোগে যুদ্ধকালীন তৎপরতায় আগুন আয়ত্তে আসে ৷
advertisement

আরও পড়ুন : বিরোধী ঐক্যমঞ্চেও কিছুটা এলোমেলো অরবিন্দ কেজরিওয়াল

বৈষ্ণুদেবীর মন্দিরে দৈনিক ৩৫,০০০ ভক্তের গমাগম হয়ে থাকে ৷ গ্রীষ্মকালেই দেশের বিভিন্ন প্রান্তের ভক্তের সমাগম হয় দেশের অন্যতম তীর্থক্ষেত্র বৈষ্ণুদেবীর মন্দির ৷ বৈষ্ণুদেবী যাত্রা বন্ধের জেরে ১০,০০০ তীর্থযাত্রীকে কাটরার বেস ক্যাম্পে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ৷ আরও ৩,০০০ তীর্থযাত্রীকে হিমকোটি মার্গের পার্শ্ববর্তী কাছাকাছি সুরক্ষিত জায়গায় স্থানান্তরিত করা হয়েছে ৷ হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর  পাওয়া যায়নি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিত
আরও দেখুন

তবে আনন্দের খবর এটাই ফের শুরু বৈষ্ণুদেবী যাত্রা ভক্ত সমাগমের ঢলে উৎসবের মেজাজে  মন্দির চত্বর ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ফের শুরু বৈষ্ণুদেবী যাত্রা, কয়েক ঘণ্টার প্রচেষ্টায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে