TRENDING:

উত্তরাখণ্ডে ৩১ মার্চ আস্থা ভোটের নির্দেশ দিল হাইকোর্ট

Last Updated:

রাষ্ট্রপতি শাসন জারি থাকা সত্ত্বেও উত্তরাখণ্ড বিধানসভায় সমস্ত বিধায়কের উপস্থিতিতে ৩১ মার্চ আস্থা ভোট করার নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট ৷ একই সঙ্গে উত্তরাখণ্ডের সমস্ত বিধায়ককে ওই নির্দিষ্ট দিনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ ৩১ মার্চ আস্থাভোটের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্টের রেজিস্ট্রার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দেরাদুন: রাষ্ট্রপতি শাসন জারি থাকা সত্ত্বেও উত্তরাখণ্ড বিধানসভায় সমস্ত বিধায়কের উপস্থিতিতে ৩১ মার্চ আস্থা ভোট করার নির্দেশ দিল উত্তরাখণ্ড হাইকোর্ট ৷ একই সঙ্গে উত্তরাখণ্ডের সমস্ত বিধায়ককে ওই নির্দিষ্ট দিনে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ ৩১ মার্চ আস্থাভোটের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন হাইকোর্টের রেজিস্ট্রার ৷
advertisement

হাইকোর্ট জানিয়েছে, আস্থা ভোটের ফলাফল বিধানসভায় ঘোষণা করা হবে না ৷ তার পরিবর্তে আস্থা ভোটের ফলাফল মুখবন্ধ খামে আদালতে জমা দিতে হবে ৷ উত্তরাখণ্ডে বিধানসভার সদস্যসংখ্যা ৭০ ৷ আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কংগ্রেসকে নিদেনপক্ষে ৩৬টি ভোট পেতে হবে ৷ যদিও রাষ্ট্রপতি শাসন জারি থাকল উত্তরাখণ্ডে ৷

গত ২৭ মার্চ হরিশ রাওয়াত সরকারের আস্থাভোট গ্রহণের একদিন আগেই উত্তরাখণ্ডে জারি হয় রাষ্ট্রপতি শাসন ৷ রবিবার সকালে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় হস্তাক্ষর করার পরই সংবিধানের ৩৫৬ ধারা অনুযায়ী উত্তরাখণ্ডে জারি হয় রাষ্ট্রপতি শাসন ৷ এই সিদ্ধান্ত শোনার পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত মন্তব্য করেন, ‘এটা গণতন্ত্র ও সংবিধানের হত্যা৷’এরপর রাষ্ট্রপতি শাসন জারির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় কংগ্রেস ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বারাসাতে শ্রীকৃষ্ণের দ্বারকা নগরী! দেবী আসনে 'কৃষ্ণকালী', বাড়ি বসেই দর্শন করুণ
আরও দেখুন

তার আগে গত ২৬ মার্চ রাতে ক্যাবিনেট মন্ত্রীদের বৈঠকে উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন জারি করার সুপারিশ করা হয় ৷ সূত্রের খবর, বৈঠকের পর গভীর রাতে অর্থমন্ত্রী অরুণ জেটলি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে উত্তরাখণ্ডের বর্তমান রাজনৈতিক সঙ্কট সম্বন্ধে জানান এবং রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন ৷ সব দিক খতিয়ে দেখে রবিবার সকালে সেই সুপারিশে হস্তাক্ষর করেন রাষ্ট্রপতি ৷ প্রণব মুখোপাধ্যায়ের নির্দেশে ক্যাবিনেটের সুপারিশে উত্তরাখণ্ডে মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতের কংগ্রেস সরকারকে খারিজ করে উত্তরাখণ্ডে জারি হয় রাষ্ট্রপতি শাসন ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
উত্তরাখণ্ডে ৩১ মার্চ আস্থা ভোটের নির্দেশ দিল হাইকোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল