১৯ মার্চ পুলিশ দিলীপকে একটি মাঠে গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। তাঁকে চিকিৎসার জন্য বিধুনার কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে, তার অবস্থার অবনতি হওয়ায়, তাঁকে প্রথমে সাইফাই হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে স্থানান্তরিত করা হয়। এরপর ২৫ বছর বয়সি ওই যুবককে ২০ মার্চ আউরাইয়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় একদিন পর সেখানে তিনি মারা যান।
advertisement
ঘটনার পর, দিলীপের ভাই সাহার থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে জানা যায় যে, দিলীপের সঙ্গে বিয়ের পর তার প্রেমিকের দেখা না হওয়ায় প্রেমিকের সঙ্গে চক্রান্ত করে স্বামীকে হত্যা করার সিদ্ধান্ত নেয় প্রগতি। এরপর তারা দু’জনে দিলীপকে হত্যার জন্য রামাজি চৌধুরী নামে একজন কন্ট্রাক্ট কিলারকে ভাড়া করে এবং তাকে এই কাজটি করার জন্য ২ লক্ষ টাকা দেয়, পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন : ক্ষুর দিয়ে স্বামী সৌরভের গলা ফালাফালা করে মুসকান! প্রেমিক সাহিলের ছুরির কোপে ধড় থেকে আলাদা মাথা!
তদন্তকারীরা জানিয়েছেন যে, রামাজি আরও কয়েকজনের সঙ্গে মিলে দিলীপকে বাইকে করে মাঠে নিয়ে যায়। অভিযোগ, পৌঁছনোর পর তারা দিলীপকে মারধর শুরু করে এবং পরে গুলি করে। খুনের পর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তিন অভিযুক্তকে শনাক্ত এবং পরে গ্রেফতার করা হয়। কর্মকর্তারা অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল, চারটি তাজা কার্তুজ, একটি বাইক, দুটি মোবাইল ফোন, একটি পার্স, আধার কার্ড এবং ৩,০০০ টাকা বাজেয়াপ্ত করেছেন। পুলিশ এই অপরাধে জড়িত অন্যান্য পলাতক অভিযুক্তদেরও খুঁজছে।