TRENDING:

অপরাধে দেশের ১ নম্বরে উত্তরপ্রদেশ, বলছে NCRB রিপোর্ট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শীর্ষে উত্তরপ্রদেশ। বাংলায় অপরাধ কমলেও খুব একটা স্বস্তির জায়গা নেই। তবে ২০১৫ ও ২০১৬ সালের তুলনায় রাজ্যের অপরাধের হার অনেকটাই কম। দেশের বড় শহরের তুলনায় নিরাপদ কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ির মতো শহর।
advertisement

হিংসাত্মক অপরাধে দেশের মধ্যে শীর্ষে উত্তরপ্রদেশ। মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরল, বিহার ও রাজস্থানের পর পশ্চিমবঙ্গ। ২০১৫ ও ২০১৬ সালের তুলনায় ২০১৭ তে এরাজ্যে ফৌজদারি অপরাধের ঘটনা বেশ কিছুটা কমেছে।

২ বছর পর প্রকাশিত ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর রিপোর্টে এই তথ্য উঠে এল। রিপোর্টে প্রকাশ, ২০১৭-য় উত্তরপ্রদেশে ৩ লক্ষ ৮৪টি টি অপরাধে ফৌজদারি মামলা দায়ের৷ বাংলায় নথিভুক্ত হয়েছে ১ লক্ষ ৬৩ হাজার ৯৯৯টি ঘটনা

advertisement

২০১৬ সালে এ রাজ্যে ১ লক্ষ ৭৬ হাজার ৫৬৯টি ঘটনা নথিভুক্ত হয়৷ ২০১৫ সালে ১ লক্ষ ৭৯ হাজার ৫০১টি ঘটনা৷

মহিলাদের ওপর অপরাধেও শীর্ষে উত্তরপ্রদেশে। প্রথম তিনে বিহারের জায়গায় উঠে এসেছে মহারাষ্ট্র। উত্তরপ্রদেশে ৫৬,০১১ টি অপরাধ নথিভুক্ত৷ মহারাষ্ট্রে নথিভুক্ত ৩১,৯৭৯টি ঘটনা৷ পশ্চিমবঙ্গে ৩০, ৯৯২টি ঘটনা ঘটেছে৷

দেশের বড় শহরের তুলনায় অনেকটাই নিরাপদ কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ির মতো শহর। ২০১৭ তে কলকাতায় ১২৩১টি অপরাধ নথিভুক্ত হয়েছে। দিল্লিতে সেই সংখ্যা ১১, ৬৮৪টি। অপরাধ কমাটা সাফল্য হিসাবেই দেখছে রাজ্যের শাসকদল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

২০১৭ সালের তুলনায় ২০১৭ সালে আড়াই গুণ মানুষ সাইবার অপরাধের শিকার হয়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকায় চারে পশ্চিমবঙ্গ।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
অপরাধে দেশের ১ নম্বরে উত্তরপ্রদেশ, বলছে NCRB রিপোর্ট