TRENDING:

Decomposed Body Found In Drum: মেরঠের পর আলওয়ার! ফের নীল ড্রামে উদ্ধার ব্যক্তির পচা গলা দেহ! নিখোঁজ স্ত্রী, ৩ সন্তান!

Last Updated:

Decomposed Body Found In Drum:ভাড়াবাড়ির দোতলার ছাদে ওই ড্রাম রাখা ছিল৷ প্রবীণা বাড়িওয়ালি কোনও কাজে ছাদে উঠে তীব্র পচা গন্ধ পান৷ তিনি বাধ্য হন ছাদ থেকে নেমে আসতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়পুর: মেরঠকাণ্ডের ছায়া এ বার রাজস্থানে৷ ফের মুখবন্ধ ড্রামের ভিতর থেকে উদ্ধার এক ব্যক্তির পচাগলা দেহ৷ রাজস্থানের খাইরথাল-তিজারা জেলার একটি বাড়ির ছাদে একটি ড্রামের ভিতরে এক ব্যক্তির বিকৃত দেহ পাওয়া গিয়েছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির নাম হংসরাম৷ সুরজ নামেও তিনি পরিচিত ছিলেন৷ তিনি মূলত উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলার বাসিন্দা ছিলেন৷ কিন্তু তিনি তাঁর স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে কিষাণগড়বাসের আদর্শ কলোনি এলাকায় একটি ভাড়াবাড়িতে থাকতেন। পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের বাসিন্দা ওই ব্যক্তি একটি ইটভাটায় কাজ করতেন এবং তার নাম হংসরাজ। ঘটনার পর থেকে তাঁর স্ত্রী এবং তিন সন্তান নিখোঁজ।
পুলিশ এসে নীল ড্রামের মুখ থেকে পাথর সরিয়ে ভিতর থেকে হংসরামের পচাগলা দেহ উদ্ধার করে
পুলিশ এসে নীল ড্রামের মুখ থেকে পাথর সরিয়ে ভিতর থেকে হংসরামের পচাগলা দেহ উদ্ধার করে
advertisement

ভাড়াবাড়ির দোতলার ছাদে ওই ড্রাম রাখা ছিল৷ প্রবীণা বাড়িওয়ালি কোনও কাজে ছাদে উঠে তীব্র পচা গন্ধ পান৷ তিনি বাধ্য হন ছাদ থেকে নেমে আসতে৷ ফিরে আসার পর, তিনি পুলিশকে ফোন করেন। ঘটনাস্থলে পুলিশ এসে নীল ড্রামের মুখ থেকে পাথর সরিয়ে ভিতর থেকে হংসরামের পচাগলা দেহ উদ্ধার করে৷ ‘‘আদর্শ কলোনির একটি বাড়ি থেকে দুর্গন্ধ আসার খবর পাওয়া গিয়েছে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছয়, তখন বাড়ির ছাদে একটি নীল ড্রামে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। নিহত ব্যক্তির নাম হংসরাজ ওরফে সুরজ,’’ বলেন ডেপুটি পুলিশ সুপার রাজেশ কুমার।

advertisement

তিনি আরও জানান, ‘‘”ভুক্তভোগী উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন এবং কিষাণগড় বাস এলাকায় একটি ইটভাটায় কাজ করতেন। তিনি দেড় মাস আগে একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। তিনি তাঁর স্ত্রী এবং তিন সন্তানের সঙ্গে এখানে থাকতেন। ঘটনার পর থেকে হংসরাজের স্ত্রী এবং সন্তানরা বাড়ি থেকে নিখোঁজ। ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির একটি দলও এখানে রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে৷’’ পুলিশ নিহতের পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছে।

advertisement

আরও পড়ুন : ভারতে পথকুকুরদের খাওয়ানো কি বেআইনি? রাজধানীর রাজপথের সারমেয়দের কী করা হবে? জানুন বিশদে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরুলিয়ায় সেলাই প্রতিযোগিতার আয়োজন, খুলবে মহিলাদের রোজগারের পথ
আরও দেখুন

চলতি বছরের মার্চ মাসে, উত্তরপ্রদেশের মেরঠে এক প্রেমিকের সাহায্যে স্বামীকে খুন করেন স্ত্রী বলে অভিযোগ৷ তদন্তে জানা যায়, ঘাতক স্ত্রী এবং তার প্রেমিক মৃতদেহ টুকরো টুকরো করে কেটে একটি ড্রামে ভেজা সিমেন্টের নীচে পুঁতে রেখেছিল। নিহত ব্যক্তির শিশুকন্যা প্রতিবেশীদের বলতে থাকে, ‘‘পাপা ড্রাম মেঁ হ্যায়৷’’ সেই সূত্রেই এই জঘন্য অপরাধ প্রকাশ্যে আসে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Decomposed Body Found In Drum: মেরঠের পর আলওয়ার! ফের নীল ড্রামে উদ্ধার ব্যক্তির পচা গলা দেহ! নিখোঁজ স্ত্রী, ৩ সন্তান!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল