TRENDING:

Exit Poll Result of Lok Sabha Election 2019: দাগ কাটতে পারল না মহাগঠবন্ধন, ৬২টি আসন নিয়ে উত্তরপ্রদেশ জয় এনডিএ-র

Last Updated:

News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, বিজেপি পাচ্ছে ৫০ থেকে ৫৪টি আসন৷ বিজেপি-কে সরাতে অখিলেশ যাদব ও মায়াবতী জোট করেন৷ কংগ্রেস পৃথক লড়াই করেছে৷ সপা ও বসপা-র মহাগঠবন্ধন পাচ্ছে ১২টি থেকে ১৬টি আসন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনৌ: জাতীয় রাজনীতিতে বলা হয়, দিল্লির রাস্তা উত্তরপ্রদেশ হয়েই যেতে হয়৷ গোবলয়ের প্রাণকেন্দ্র সেই উত্তরপ্রদেশ লোকসভা ভোটেও গেরুয়া-ময়৷ যার উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ পাচ্ছে ৬০ থেকে ৬২টি আসন৷ অতএব বোঝাই যাচ্ছে, বুয়া-বাবুয়া জোট কাজে দিল না উত্তরপ্রদেশে৷ কংগ্রেসের অবস্থাও তথৈবচ৷
advertisement

#News18IPSOSExitPoll-এর বুথ ফেরত সমীক্ষার ফল অনুযায়ী, বিজেপি পাচ্ছে ৫৯ থেকে ৬১টি আসন৷ বিজেপি-কে সরাতে অখিলেশ যাদব ও মায়াবতী জোট করেন৷ কংগ্রেস পৃথক লড়াই করেছে৷ সপা ও বসপা-র মহাগঠবন্ধন পাচ্ছে ১৭টি থেকে ১৯টি আসন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এ ছাড়া কংগ্রে পাচ্ছে ১ থেকে ২টি আসন৷ অর্থাত্‍‌ অমেঠী ও রায়বেরেলি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll Result of Lok Sabha Election 2019: দাগ কাটতে পারল না মহাগঠবন্ধন, ৬২টি আসন নিয়ে উত্তরপ্রদেশ জয় এনডিএ-র