অলকার মেয়ের বিয়ে যে সামনেই তাও নয়। তিনি ব্যাঙ্ক থেকে ডাক পেয়েছিলেন ‘কেওয়াইসি’ প্রক্রিয়ার জন্য। সে সময়ই লকার খুলে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। অলকা দেখেন লকারে তাঁর গচ্ছিত সব টাকা নষ্ট হয়েছে উইয়ের আক্রমণে। তিনি তড়িঘড়ি অভিযোগ জানান ব্যাঙ্ক ম্যানেজারের কাছে। ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তিনি।
advertisement
অলকার ছোট্ট একটা ব্যবসা আছে। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীও পড়ান। ব্যাঙ্কে বিনিয়োগ না করে ওই টাকা তিনি গয়নার সঙ্গেই রেখে দিয়েছিলেন। তাঁর দাবি তিনি জানতেন না এভাবে লকারে টাকা রাখা যায় না। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার। তিনি যে ক্ষতির মুখোমুখি হয়েছেন তার পরিমাণ হিসেব করার চেষ্টাও চলছে।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 27, 2023 11:45 AM IST