TRENDING:

Viral: ব্যাঙ্কের লকার খুলে চোখে অন্ধকার দেখলেন মহিলা! মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ১৮ লক্ষ টাকা কেটেছে উইপোকা!

Last Updated:

Viral: সম্প্রতি ব্যাঙ্কের লকার খুলে তাঁর মাথায় হাত। সব টাকা খেয়ে নিয়েছে উই

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোরাদাবাদ : দেড় বছরেরও বেশি সময় ধরে ব্যাঙ্কের লকারে ১৮ লক্ষ টাকা রেখেছিলেন উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক মহিলা। ওই টাকা এবং কিছু গয়না তিনি গত বছর অক্টোবর মাস থেকে আলাদা করে গচ্ছিত রেখেছিলেন মেয়ের বিয়ের জন্য। সম্প্রতি ব্যাঙ্কের লকার খুলে তাঁর মাথায় হাত। সব টাকা খেয়ে নিয়েছে উই।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

অলকার মেয়ের বিয়ে যে সামনেই তাও নয়। তিনি ব্যাঙ্ক থেকে ডাক পেয়েছিলেন ‘কেওয়াইসি’ প্রক্রিয়ার জন্য। সে সময়ই লকার খুলে তাঁর মাথায় আকাশ ভেঙে পড়ে। অলকা দেখেন লকারে তাঁর গচ্ছিত সব টাকা নষ্ট হয়েছে উইয়ের আক্রমণে। তিনি তড়িঘড়ি অভিযোগ জানান ব্যাঙ্ক ম্যানেজারের কাছে। ব্যাঙ্কের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ এনেছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অলকার ছোট্ট একটা ব্যবসা আছে। পাশাপাশি তিনি ছাত্রছাত্রীও পড়ান। ব্যাঙ্কে বিনিয়োগ না করে ওই টাকা তিনি গয়নার সঙ্গেই রেখে দিয়েছিলেন। তাঁর দাবি তিনি জানতেন না এভাবে লকারে টাকা রাখা যায় না। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন ব্যাঙ্ক ম্যানেজার। তিনি যে ক্ষতির মুখোমুখি হয়েছেন তার পরিমাণ হিসেব করার চেষ্টাও চলছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral: ব্যাঙ্কের লকার খুলে চোখে অন্ধকার দেখলেন মহিলা! মেয়ের বিয়ের জন্য গচ্ছিত ১৮ লক্ষ টাকা কেটেছে উইপোকা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল