TRENDING:

Fake Embassy Busted in Ghaziabad: দেশের নাম ওয়েস্টার্কটিকা! গাজিয়াবাদের নকল দূতাবাসে পুলিশের হানা, জালে ভুয়ো রাষ্ট্রদূত

Last Updated:

বুধবার আচমকা সেই বাংলোতেই হানা দিল উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝা চকচকে অফিস৷ বাইরে দাঁড় করানো একের পর এক দামি গাড়ি৷ উত্তর প্রদেশের গাজিয়াবাদের কবি নগরের ওই বাংলোকে দূতাবাসের অফিস বলেই জানতেন সবাই৷ বাংলোর বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ির নম্বর প্লেটগুলিও ছিল বিদেশি দূতাবাসের গাড়ির মতোই৷ ওই দূতাবাসের হর্তাকর্তা বলে যিনি নিজেকে পরিচয় দিতেন, তাঁর নাম হর্ষবর্ধন জৈন৷ নিজেকে ভারতে ওয়েস্টার্কটিকা নামে একটি দেশেরর রাষ্ট্রদূত বলে নিজেকে পরিচয় দিতেন৷
গাজিয়াবাদের ভুয়ো দূতাবাস থেকে ধৃত হর্ষবর্ধন৷
গাজিয়াবাদের ভুয়ো দূতাবাস থেকে ধৃত হর্ষবর্ধন৷
advertisement

বুধবার আচমকা সেই বাংলোতেই হানা দিল উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স৷ জানা গেল, ওয়েস্টার্কটিকা নামে পৃথিবীতে কোনও দেশই নেই৷ আর হর্ষবর্ধন নামে ওই ব্যক্তিও ভারতের রাষ্ট্রদূত নন৷

পুলিশ জানিয়েছে, হর্ষবর্ধন নিজেকে যে দেশগুলির রাষ্ট্রদূত বলে পরিচয় দিতেন, সেগুলির কোনওটিরই আইনি স্বীকৃতি নেই৷ ওয়েস্টার্কটিকা নামে যে দেশটির রাষ্ট্রদূত হিসেবে হর্ষবর্ধন নিজের পরিচয় দিতেন, সেটি আন্টার্কটিকার একটি ক্ষুদ্র অংশ৷ ২০০১ সালে এক মার্কিন নাবিক জনমানববিহীন ওই অংশকে খুঁজে বের করে পৃথক রাষ্ট্র হিসেবে তুলে ধরেন৷ যদিও দেশ হিসেবে ওয়েস্টার্কটিকাকে বিশ্বের কোনও দেশই৷

advertisement

advertisement

নিজেকে ওয়াস্টার্কটিকার একজন ধনকুবের হিসেবে পরিচয় দিতেন হর্ষবর্ধন৷ এমন কি, এই দূতাবাসের নামে ইনস্টাগ্রামে একটি প্রোফাইলও খুলেছিলেন হর্ষবর্ধন৷ ২০১৭ সাল থেকে এই ভুয়ো দূতাবাস চলছিল৷ মাঝেমধ্যেই সেখানে বিভিন্ন সমাজসেবামূলক অনুষ্ঠানেরও আয়োজন করতেন হর্ষবর্ধন৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

গোপন সূত্রে খবর পেয়ে বেশ কিছু দিন ধরেই এই ভুয়ো দূতাবাস এবং হর্ষবর্ধনের উপরে নজর রাখছিলেন উত্তর প্রদেশ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের অফিসাররা৷ এ দিন ওই বাংলোয় হানা দিয়ে চারটি দামি গাড়ি, নগদ ৪৪ লক্ষ টাকা, নকল পাসপোর্ট, ভারত সরকারের বিভিন্ন মন্ত্রকের নামে নকল চিঠি সহ বিভিন্ন ধরনের নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ শুধুমাত্র ক্ষমতার অলিন্দে থাকার মোহ না কি অন্য কোনও কারণে এ ভাবে ভুয়ো দূতাবাসের অফিস খুলেছিলেন হর্ষবর্ধন, তা খতিয়ে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Fake Embassy Busted in Ghaziabad: দেশের নাম ওয়েস্টার্কটিকা! গাজিয়াবাদের নকল দূতাবাসে পুলিশের হানা, জালে ভুয়ো রাষ্ট্রদূত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল