নির্যাতন এখানেই থেমে থাকেনি, তারপর সেই কিশোরের গায়ে সকলে মিলে প্রস্রাব করে বলেও জানা গিয়েছে। অপমান সইতে না পেরে আত্মঘতী হয় সেই কিশোর।
আরও পড়ুন: বাংলার বাড়ি প্রকল্প নিয়ে বড় ঘোষণা! কবের মধ্যে দিতে হবে টাকা, জানিয়ে দিল রাজ্য
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বস্তিতে। ঘটনা নিয়ে পুলিশের সার্কল অফিসার প্রদীপ ত্রিপাঠী জানান, কাপ্তানগঞ্জ থানায় নির্ধারিত ধারায় মামলা দায়ের করা হয়েছে। কী ভাবে ঘটনা ঘটল তদন্ত করে দেখা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: কলকাতায় মর্মান্তিক পথদুর্ঘটনা! স্কুটারকে ধাক্কা বাসের, রক্তে ভেসে গেল চারপাশ
মৃতের পরিবারের দাবি, মৃত কিশোরকে তুমুল নির্যাতন করা হয়েছে। মৃতের কাকা জানান, কিশোরকে গ্রামের জন্মদিনের পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল, সেখানেই কিশোরকে নির্যাতন করা হয়। তাঁরা জানান, কিশোরকে বিবস্ত্র করে মারধর করা হয়, এমনকী গায়ে প্রস্রাবও করা হয়। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে অসহযোগিতারও দাবি তুলেছে মৃতের পরিবার। প্রথমে যখন তাঁরা অভিযোগ জানাতে গিয়েছিলেন, তখন অভিযোগ নেয়নি পুলিশ, এমনটাই দাবি করা হয়েছে পরিবারের তরফে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে, কেউ জড়িত থাকলে শাস্তি দেওয়া হবে।