স্থানীয় সূত্রের খবর, গত রবিবার রাতে ঘটনার সূত্রপাত হয়৷ অভিযোগ, আহত ব্যক্তির ছাগল তাঁর প্রতিবেশী গঙ্গারাম সিং-এর কোনও কিছু নষ্ট করে দিয়েছিল৷ সেটা দেখতে পেয়েই ছাগলের মালিকের বিরুদ্ধে চেঁচামেচি শুরু করেন গঙ্গারাম৷ পাল্টা ছাগলের মালিকের তরফেও উত্তর দেওয়া হয়৷ এর মাঝেই হঠাৎ আক্রমণ৷
আরও পড়ুন: ফের ভারতকে উস্কানি চিনের! সরকারি মানচিত্রে ভারতের একাধিক জায়গাকে নিজের বলে দাবি বেজিংয়ের
advertisement
হাসপাতালের বেডে শুয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত ব্যক্তি বলেন, ‘‘আমার ছাগলের জন্য আমার প্রতিবেশী গঙ্গারাম সিংয়ের সঙ্গে ঝগড়া বেঁধেছিল৷ একসময় ও আমাকে ঠেলে মাটিতে ফেলে দেয়৷ তারপর আমার গোপনাঙ্গে কামড়ে দেয়৷ সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারাই৷’’ ঘটনার পরে আদৌ স্বাভাবিক বিবাহিত জীবন কাটাতে পারবেন কি না, এখন সেটা নিয়েই চিন্তায় ওই ব্যক্তি৷
আরও পড়ুন: হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর! দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডে আপাতত নয় NIA তদন্ত
ঘটনার পর পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ব্যক্তিকে৷ তাঁর গোপনাঙ্গের ক্ষতে চারটি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে৷ বর্তমানে তাঁর অবস্থা স্থিতিশীল৷ চিকিৎসকেরা জানিয়েছেন, আহত ব্যক্তির ক্ষতের পুরোটাই বহিরাংশে৷ অন্তর্বর্তী কোনও ক্ষতির সম্ভাবনা নেই৷ ভবিষ্যতে তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন বলেই আশ্বাস দিয়েছেন চিকিৎসকেরা৷
অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে রোজা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অভিযোগ দায়ের করেছে অভিযুক্ত প্রতিবেশী গঙ্গারামের পরিবারও৷
