TRENDING:

Uttar Pradesh Election Results 2022: কিছুটা এগিয়ে থাকলেও উত্তর প্রদেশে BJP-কে কড়া চ্যালে‍ঞ্জ এসপি-র! জোর লড়াই

Last Updated:

Uttar Pradesh Election Results 2022: একদম প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি বেশ কিছুটা এগিয়ে থাকলেও কড়া টক্কর দিচ্ছে অখিলেশ যাদবের পার্টি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: উত্তর প্রদেশের ৪০৩টি বিধানসভা আসনে, পঞ্জাবের ১১৭টি, উত্তরাখণ্ডের ৭০টি, গোয়ায় ৪০টি এবং মণিপুরের ৬০টি আসনের ফল প্রকাশ হবে আজ৷ উত্তরপ্রদেশে সাত দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ মার্চ এই রাজ্যে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আর ফলপ্রকাশের শুরু থেকেই বিজেপি-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই চালাচ্ছে সমাজবাদী পার্টি। একদম প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, বিজেপি বেশ কিছুটা এগিয়ে থাকলেও কড়া টক্কর দিচ্ছে অখিলেশ যাদবের পার্টি।
যুযুধান
যুযুধান
advertisement

উত্তরপ্রদেশে ইতিমধ্যে এগিয়ে আছে ১৫০টিরও বেশি আসনে। অপরদিকে ৯৩টি আসনে এগিয়ে সমাজবাদী পার্টি। বিএসপি এগিয়ে ৬টি আসনে। কংগ্রেস এগিয়ে ৪টি আসনে। পোস্টাল ব্যালট গণনায় গোরক্ষপুরে এগিয়ে গিয়েছেন যোগী আদিত্যনাথ। এগিয়ে রয়েছেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদবও। তবে, সময় যত এগোচ্ছে, ততই ব্যবধান কমাচ্ছে সমাজবাদী পার্টি। এগিয়ে রয়েছেন বিজেপি থেকে সমাজবাদী পার্টিতে আসা স্বামীপ্রসাদ মৌর্য, আজম খানের মতো মুখ।

advertisement

আরও পড়ুন: মাদককাণ্ডে নাম জড়ানো পামেলাকে বড় দায়িত্ব বিজেপি-র! দিলীপ ঘোষ যা বললেন...

বুথফেরত সমীক্ষায় প্রায় সমস্ত সংস্থাই উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকে এগিয়ে রেখেছে। যদিও একেকটি সংস্থার বিচারে প্রাপ্ত আসনের সংখ্যা একেক রকমের। যদিও বুথফেরত সমীক্ষার ফলাফল সবসময় আসল ফলের সঙ্গে মেলে না। অতীতেও এমন অনেক সমীক্ষার ফল আসল ফলের সম্পূর্ণ বিপরীতে গিয়েছে। অনেক ক্ষেত্রে পুরো উল্টেও গিয়েছে।

advertisement

আরও পড়ুন: হঠাৎ করেই সব কংগ্রেস প্রার্থীর রিসর্টে 'আত্মগোপন'! ফলপ্রকাশের আগেই গোয়ায় হলটা কী?

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

২০১৭-র বিধানসভা ভোটে উত্তরপ্রদেশের ৪০৩টি বিধানসভা আসনের মধ্যে ৩২৫টি আসন পেয়েছিল বিজেপি জোট (বিজেপি একাই পেয়েছিল ৩১২)। জোট গড়ে লড়ে সমাজবাদী পার্টি (এসপি) ৪৭ এবং কংগ্রেস ৭টিতে জিতেছিল। মায়াবতীর বিএসপি জিতেছিল ১৯টিতে। ত্রিমুখী লড়াইয়ে সহযোগীদের নিয়ে ৪০ শতাংশের ভোট গিয়েছিল পদ্মশিবিরে। এবারও তিনশোর বেশি আসন পাওয়ার দাবি করছে গেরুয়া শিবির। অপরদিকে, সমাজবাদী পার্টিও।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Uttar Pradesh Election Results 2022: কিছুটা এগিয়ে থাকলেও উত্তর প্রদেশে BJP-কে কড়া চ্যালে‍ঞ্জ এসপি-র! জোর লড়াই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল