TRENDING:

EXCLUSIVE | Yogi Adityanath on Lakhimpur Violence: কেন গ্রেফতার নয় মন্ত্রীপুত্র, শেষমেশ মুখ খুললেন লখিমপুর খেরি-কাণ্ডে 'দুঃখিত' যোগী আদিত্যনাথ!

Last Updated:

লখিমপুর খেরি হিংসার (Lakhimpur Kheri incident) ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লখনউ: লখিমপুর খেরি হিংসার (Lakhimpur Kheri incident) ঘটনায় উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath)। (Yogi Adityanath on Lakhimpur Violence) তিনি বলেছেন, অপরাধীকে শাস্তি পেতেই হবে। নিউজ ১৮ উত্তরপ্রদেশের একটি অনুষ্ঠানে শুক্রবার যোগ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath on Lakhimpur Violence)। সেখানেই লখিমপুর কাণ্ড নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন তিনি (Yogi Adityanath on Lakhimpur Violence)। আদিত্যনাথের কথায়, 'লখিমপুরে যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। কারও আইনকে নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই।'
লখিমপুর খেরি-কাণ্ডে 'দুঃখিত' যোগী আদিত্যনাথ!
লখিমপুর খেরি-কাণ্ডে 'দুঃখিত' যোগী আদিত্যনাথ!
advertisement

মুখ্যমন্ত্রীর আরও বক্তব্য, 'গণতন্ত্রে হিংসার কোনও জায়গা নেই। আইন সবার জন্য এক। অপরাধীকে কোনও ভাবে আমরা রেয়াত করব না।' গ্রেফতার করার গতি নিয়ে আদিত্যনাথের দাবি, 'সুপ্রিম কোর্ট বলেছে কাউকে গ্রেফতার করার আগে তার বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ দেখাতে হবে।' এদিনও পুলিশের কাছে সকাল ১০ টার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল অভিযুক্ত আশিস মিশ্রকে। কিন্তু তিনি যাননি। এই ঘটনার পর লখিমপুর নিয়ে নিউজ ১৮ উত্তরপ্রদেশের কাছে নিজের মতামত দেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

advertisement

advertisement

গত ৩ অক্টোবর, রবিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের শান্তিপূর্ণ আন্দোলন চলাকালীন একটি গাড়ির চাকায় পিষ্ট হয়ে ৪ জন কৃষকের মৃত্যু হয়। গোলমালে আরও ৪ জন-সহ মোট ৮ জনের মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনায় নাম জড়িয়ে যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনি এবং তাঁর ছেলে আশিস মিশ্র। উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। এই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে। প্রধান বিচারপতির এজলাসে সেই মামলার শুনানি শুরু হয়।

advertisement

আরও পড়ুন: চাপে পড়ে কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে তলব, লখিমপুর কাণ্ডে তৎপর উত্তর প্রদেশ পুলিশ

এই ঘটনায় আশিস মিশ্র ওরফে মনুর বিরুদ্ধে চার কৃষককে গাড়ি চাপা দিয়ে মারার অভিযোগ উঠেছে৷ মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে (Ashish Mishra) জিজ্ঞাসাবাদের জন্য এদিন তলব করে উত্তর প্রদেশ পুলিশ৷ শুক্রবার সকাল দশটায় খেরির রিজার্ভ পুলিশ লাইনসে ক্রাইম ব্রাঞ্চের অফিসে আশিসকে হাজিরা দিতে বলা হয়। ভারতীয় দণ্ডবিধির ১৪৭, ১৪৮, ১৪৯, ২৭৯, ৩৩৮, ৩০৪এ, ৩০২ এবং ১২০বি ধারায় আশিসকে নোটিস পাঠিয়েছে পুলিশ৷ আশিসের বাবা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র (Ajoy Mishra) অবশ্য শুরু থেকেই দাবি করে আসছিলেন, ঘটনার সময় তিনি বা তাঁর ছেলে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না৷

advertisement

এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। লখিমপুর কাণ্ডে তদন্তকারী অফিসারদের সরিয়ে নতুন অফিসারদের দায়িত্ব দেওয়ার নির্দেশও দিয়েছে শীর্ষ আদালত (Supreme Court on Lakhimpur Violence)৷ মূল অভিযুক্ত কোনও সাধারণ মানুষ হলেও পুলিশ এই একই ধরনের ব্যবহার তাঁর সঙ্গেও করত কি না সেই প্রশ্নও তোলে প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ (Supreme Court)৷ যদিও যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকারের তরফে আদালতে জানানো হয়, মূল অভিযুক্ত আশিস মিশ্রকে ইতিমধ্যেই তলব করা হয়েছে৷ আগামিকাল সকাল ১১টার মধ্যে হাজির না হলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপও করা হবে৷ উত্তর প্রদেশ সরকারের (Uttar Pradesh) যুক্তি শোনার পরে আগামী ২০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট৷

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

আরও পড়ুন: পুলিশি তদন্তে ক্ষোভ, লখিমপুর কাণ্ডে যোগী সরকারের ভূমিকায় প্রশ্ন শীর্ষ আদালতের

বাংলা খবর/ খবর/দেশ/
EXCLUSIVE | Yogi Adityanath on Lakhimpur Violence: কেন গ্রেফতার নয় মন্ত্রীপুত্র, শেষমেশ মুখ খুললেন লখিমপুর খেরি-কাণ্ডে 'দুঃখিত' যোগী আদিত্যনাথ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল