তন্দুরি রুটি, মটর পনির, ছোলা-চাওয়ল আর শেষ পাতে গরম গুলাব জামুন ! ভাবা যায় ! এটাই ছিল আলিগড়ের দলিত নাগরিক রজনীশ কুমার সিংয়ের বাড়ির রাতের খাবার। গত সোমবার তাঁর বাড়িতে ভোজন করে দলিত প্রেমের ঢাক বাজাতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুরেশ রাণা। কিন্তু মন্ত্রীর এই সাজানো প্রেম ফাঁস করেছেন গৃহকর্তাই।
আরও পড়ুন
advertisement
সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যায় দোষী সাব্যস্ত ছোটা রাজন
রজনীশকুমারের অভিযোগ, ওই দিন রাত এগারোটার কিছু পরে দলবল নিয়েই বাড়িতে এসেছিলেন সুরেশ রাণা। তাঁকে কার্যত এক কোণে বসে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। খানিকক্ষণের মধ্যেই ঘরের চালচিত্র বদলে পরিবেশন করা হয় প্রায় এগারো রকমের পদ। হালুইকরদের দিয়ে যা রান্না হয় তাঁর বাড়ির বাইরে।
এখানেই শেষ নয়। সুরেশের দোসর এবার উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রী রাজেন্দ্র প্রতাপ। দলিত পরিবারে ভরপেট খাওয়া সেরে নিজেকে রাম বলে মনে হয়েছে মন্ত্রীমশাইয়ের।
দলিত প্রেমকে হাতিয়ার করে উত্তরপ্রদেশ থেকে ২০১৯ লোকসভা ভোটের প্রচার শুরুর পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। সেইমতো ছক সাজিয়ে দলিত গ্রামে রাত কাটিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তাঁর মন্ত্রিসভার দুই মন্ত্রীর সাজানো দলিত-প্রেমের জেরে এখনও মুখ দেখানো দায় মুখ্যমন্ত্রীর।