TRENDING:

ফাঁস বিজেপির ছদ্ম দলিত প্রেম, দলিতের বাড়িতে বসে বাইরে থেকে খাবার আনিয়ে খেলেন ২ BJP মন্ত্রী

Last Updated:

ফাঁস বিজেপির ছদ্ম দলিত প্রেম, দলিতের বাড়িতে বসে বাইরে থেকে খাবার আনিয়ে খেলেন ২ BJP মন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আলিগড়: ফাঁস হয়ে গেল উত্তরপ্রদেশে বিজেপির ছদ্ম দলিত প্রেম। রাজ্যের দুই মন্ত্রীর আত্মঘাতী কর্মকাণ্ডে মুখ পুড়ল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। আলিগড়ে গৃহকর্তাকে না জানিয়ে বাইরে থেকে রান্না করা খাবার খেয়ে দলিত-দরদ দেখালেন উত্তরপ্রদেশের ক্যাবিনেট মন্ত্রী সুরেশ রাণা। আবার ঝাঁসিতে দলিতের বাড়িতে ভোজ করে নিজেকে রামচন্দ্রের সঙ্গে তুলনা করলেন আর এক মন্ত্রী রাজেন্দ্র প্রতাপ।
advertisement

তন্দুরি রুটি, মটর পনির, ছোলা-চাওয়ল আর শেষ পাতে গরম গুলাব জামুন ! ভাবা যায় ! এটাই ছিল আলিগড়ের দলিত নাগরিক রজনীশ কুমার সিংয়ের বাড়ির রাতের খাবার। গত সোমবার তাঁর বাড়িতে ভোজন করে দলিত প্রেমের ঢাক বাজাতে চেয়েছিলেন উত্তরপ্রদেশের মন্ত্রী সুরেশ রাণা। কিন্তু মন্ত্রীর এই সাজানো প্রেম ফাঁস করেছেন গৃহকর্তাই।

আরও পড়ুন 

advertisement

সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যায় দোষী সাব্যস্ত ছোটা রাজন

রজনীশকুমারের অভিযোগ, ওই দিন রাত এগারোটার কিছু পরে দলবল নিয়েই বাড়িতে এসেছিলেন সুরেশ রাণা। তাঁকে কার্যত এক কোণে বসে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। খানিকক্ষণের মধ্যেই ঘরের চালচিত্র বদলে পরিবেশন করা হয় প্রায় এগারো রকমের পদ। হালুইকরদের দিয়ে যা রান্না হয় তাঁর বাড়ির বাইরে।

advertisement

এখানেই শেষ নয়। সুরেশের দোসর এবার উত্তরপ্রদেশের কৃষিমন্ত্রী রাজেন্দ্র প্রতাপ। দলিত পরিবারে ভরপেট খাওয়া সেরে নিজেকে রাম বলে মনে হয়েছে মন্ত্রীমশাইয়ের।

দলিত প্রেমকে হাতিয়ার করে উত্তরপ্রদেশ থেকে ২০১৯ লোকসভা ভোটের প্রচার শুরুর পরিকল্পনা করেছিল গেরুয়া শিবির। সেইমতো ছক সাজিয়ে দলিত গ্রামে রাত কাটিয়ে কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিন্তু তাঁর মন্ত্রিসভার দুই মন্ত্রীর সাজানো দলিত-প্রেমের জেরে এখনও মুখ দেখানো দায় মুখ্যমন্ত্রীর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাশ্মীরের উইলো কাঠ নয়! বাংলার এই কাঠেই এখন তৈরি হচ্ছে ক্রিকেট ব্যাট
আরও দেখুন

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফাঁস বিজেপির ছদ্ম দলিত প্রেম, দলিতের বাড়িতে বসে বাইরে থেকে খাবার আনিয়ে খেলেন ২ BJP মন্ত্রী