ত্রিপুরায় কার্যত জয়ের ফলে উত্তর পূর্বের সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যেই ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। অসম, অরুণাচল প্রদেশ এবং মণিপুরে আগেই ক্ষমতা দখল করেছে তারা। বিজেপির দাবি, উত্তর পূর্বের উন্নয়ন কর্মসূচিকে অগ্রাধিকার দিয়েছে মোদি সরকার। তার জেরেই এই ফল।
শনিবার গণনা শুরুর পর থেকে বাম এবং বিজেপি জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চললেও বেলা বাড়তেই পিছিয়ে পড়ে বামেরা। ত্রিপুরাবাসী যে বদলের পথেই হেঁটেছেন সেটা স্পষ্ট হয়ে যায় ৷ কিন্তু এসবের মধ্যেও প্রশ্ন উঠছে নির্বাচনে বিজেপি এবার যে হারে অর্থ ঢেলেছে, তা এককথায় অবিশ্বাস্য ৷ আর সেই ‘ধনবল’-এর জেরেই সিপিএমের শক্ত ঘাঁটিতে আজ গেরুয়া পতাকা উড়ছে ৷ পশ্চিমবঙ্গের পর ত্রিপুরাতেও নিজেদের জমি হারিয়ে স্বভাবতই এখন বেকায়দায় বামেরা ৷ দেশের রাজনীতির মানচিত্রেই ক্রমে বিলীন হয়ে যাচ্ছে কমিউনিস্ট পার্টি ৷ তবে নির্বাচনে এভাবে বিজেপি-র কাড়ি কাড়ি অর্থ ঢালার স্ট্র্যাটেজি একেবারেই মেনে নিতে পারছেন না তাঁরা ৷ সিপিআই নেতা অতুল অঞ্জন জানান, ‘‘ যেভাবে বিজেপি জিতেছে তা গণতন্ত্রের জন্য মোটেই ভাল লক্ষণ নয় ৷ বরং তা অশনি সঙ্কেতই বটে ৷ কর্পোরেট ধনীদের অর্থ যেভাবে নির্বাচনে ব্যবহার করা হচ্ছে তা ভারতীয় গণতন্ত্রের জন্য অত্যন্ত খারাপ ৷ ’’
advertisement