TRENDING:

ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার

Last Updated:

ভারত ও চিনের মধ্যে চলতে থাকা চাপানউতোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারত ও চিনের মধ্যে চলতে থাকা চাপানউতোর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ৷ শান্তি বজায় রাখতে ও সমস্যার সমাধান বের করতে দুটি দেশকে আলোচনার আর্জিও জানিয়েছে আমেরিকা।
advertisement

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র হিদার ন্যুয়ের্ট জানিয়েছেন, ‘আমি জানি মার্কিন যুক্তরাষ্ট্র ভারত-চিন সীমান্ত সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে চিন্তিত রয়েছে ৷’ তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি যে ভারত ও চিন একসঙ্গে এর সমাধান বের করে শান্তি বজায় রাখার চেষ্টা করবে ৷’

বেশ কয়েকদিন ধরেই ভারত ও চিনের মধ্যে টানাপোড়েন অব্যাহত ৷ ভারত, ভুটান ও চিনের মধ্যবর্তী সীমান্তে ডোকা লা এলাকায় ঢুকে পড়েছে চিনা আর্মি ৷ জানা গিয়েছে, সেখানে রাস্তার তৈরির কাজও শুরু করে দিয়েছে চিন ৷ সেই কাজে দিল্লি ও থিম্পু বাধা দিতেই সমস্যার সূত্রপাত ৷ এরপর থেকেই দু’দেশের মধ্যে উত্তেজনা চলছে ৷ দুই দেশের তরফেই ওই এলাকায় উল্লেখযোগ্যভাবে সেনা মোতায়ন বাড়িয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

অস্ট্রেলিয়াও ডোকা লা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আর্জি জানিয়েছে। আলোচনার মাধ্যমে সমাধানের নীতিতেই বিশ্বাস করে অস্ট্রেলিয়া। আলোচনার মধ্যে ভারত ও চিনের এটা মিটিয়ে নেওয়া উচিৎ ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ভারত-চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ আমেরিকার