আশ্রমের বাইরেই নিয়মমতো জুতো খুলতে হয়৷ তেমনই করলেন মার্কিন প্রেসিডেন্ট ও স্ত্রী৷ তারপর দু’জনে এলেন মহাত্মা গান্ধীর ছবির সামনে৷ সেখানে মালা দিলে মহাত্মার ছবিতে৷ তারপর ট্রাম্পকে ঘরে নিয়ে গেলেন মোদি৷ মহাত্মা থাকতেন যে ঘরে, সেই ঘরে নিয়ে গেলেন মোদি৷ তারপর দু’জনকে সঙ্গে নিয়ে চরকার সামনে হাজির হলেন মোদি৷ ভারতে বস্ত্র তৈরির মধ্যে দিয়ে স্বদেশী আন্দোলনের যে বীজ বপন করেছিলেন মহাত্মা, তাঁর গুরুত্ব ট্রাম্পকে বুঝিয়ে বলেন মোদি৷ এরপর চরকায় সুতো কাটার কাজ নিজে হাতে করতে চান মেনালিয়া ও ডোনাল্ড ট্রাম্প৷ কয়েকজন আশ্রমিক তারপর হাতে করে সুতো কাটা বুঝিয়ে দেন তাঁদের৷ এরপর কিছুক্ষণ চরকা কাটতে দেখা যায় ট্রাম্প ও মেলানিয়াকে৷
advertisement
এরপর সেই আসন থেকে উঠে সরাসরি পর্যটকদের সই করার খাতায় নিজেদের মন্তব্য লিখতে বসেন ট্রাম্প ও মেলানিয়া৷ পরে দেখা যায়, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প৷ তিনি লিখেছেন, ‘প্রিয় বন্ধু মোদিকে আমি এই অসাধারণ আয়োজনের জন্য ধন্যবাদ জানাই৷’
এরপর আশ্রমে দেখা যায় ইভাঙ্কা ট্রাম্পকেও৷ তিনিও সরবমতী আশ্রম ঘুরে দেখেন৷ নির্ধারিত সময়ের প্রায় ১৫ মিনিট ততক্ষণে দেরি হয়ে গিয়েছে৷ এরপরই সবাই গাড়িতে উঠে যান মার্কিন প্রেসিডেন্ট৷ তারপর সবরমতী আশ্রম থেকে গাড়ি রওনা হয় মোতেরা স্টেডিয়ামের দিকে৷ রাস্তার পাশে তখন হাজার হাজার মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন৷ মোতেরা স্টেডিয়ামে ততক্ষণে লক্ষাধিক লোক জড়ো হয়ে গিয়েছেন৷ তাঁরা সকলেই অপেক্ষা করছেন ট্রাম্পের জন্য৷