সোমবার রাত ট্রাম্প পরিবার কাটিয়েছেন দিল্লির বিলাসবহুল আইটিসি মৌর্য হোটেলে৷ আজ প্রথমে রাষ্ট্রপতি ভবনে ট্রাম্পকে অভ্যর্থনা দেওয়া হবে৷ সকাল সাড়ে ১০টায় মার্কিন প্রেসিডেন্ট রাজঘাটে মহাত্মা গান্ধিকে শ্রদ্ধাজ্ঞাপন করবেন৷ বেলা ১১টায় হায়দরাবাদ হাউসে হবে দ্বিপাক্ষিক বৈঠক৷ তারপর ১২ টা ৪০ মিনিটে ভারত-মার্কিন যৌথ সাংবাদিক বৈঠক হবে৷ সন্ধে সাড়ে ৭টায় রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্সিয়াল ব্যাঙ্কোয়েট৷ রাত ১০টায় বিমানে মার্কিন যুক্তরাষ্ট্র রওনা দেবেন ট্রাম্প পরিবার৷
advertisement
সোমবারই মোতেরা স্টেডিয়ামে ট্রাম্প ঘোষণা করেন, ৩ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করতে চলেছে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র৷ ট্রাম্প বলেন, 'আমার প্রিয় দেশে আপনাদের অবদানের জন্য ধন্যবাদ৷ আমেরিকার অর্থনীতি এখন দৌড়চ্ছে৷ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও বাড়াতেই আমি ভারতে এসেছি৷ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে আমরা দু দেশের সম্পর্ক আরও মজবুত করব৷ আমরা সেরা প্রতিরক্ষার সরঞ্জাম তৈরি করি, এ বার তা আমরা ভারতের সঙ্গে ভাগ করে নেব৷ আগামিকাল আমরা ৩ হাজার কোটি মার্কিন ডলারের প্রতিরক্ষা চুক্তি সই করব৷'