ভারতীয় দলের ক্রিকেটার ঋষভ পন্থেরও নাম জড়িয়েছিল বলিউড সুন্দরী উর্বশী রউতেলার সঙ্গে। বেশ কিছুদিন ধরেই ঋষভ পন্থকে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হচ্ছে উর্বশী রউতেলাকে নিয়ে। সম্প্রতি এই বিষয়ে ঋষভ পন্থের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।
আরও পড়ুন- Ind vs Eng: ইংল্যান্ড ম্যাচে কোনও চান্স নিতে চান না, প্লেয়িং ইলেভেনে হতে পারে বড় বদল
advertisement
ঋষভ পন্থ বর্তমানে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। গত ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে আহামরি পারফর্ম করতে পারেননি। এবার মাঠে অনুশীলনের সময় পন্থকে তাঁর প্রাক্তন বান্ধবীকে নিয়ে টিটকিরি শুনতে হল। উর্বশী ডাকছে- এই কথা বলে পন্থকে টিটকিরি দেন এক দর্শক। পন্থও তাঁকে জবাব দিয়েছেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
পন্থ যখন বাউন্ডারি লাইনের সামনে দিয়ে যাচ্ছিলেন, তখন একজন দর্শক তাঁকে টিটকিরি দেন। সঙ্গে সঙ্গে পন্থ জবাব দেন, 'তা হলে তুমি চলে যাও'। বোঝাই যাচ্ছে, উর্বশীর নাম শুনলেই রেগে যাচ্ছেন পন্থ।
টিম ইন্ডিয়াকে টি-২০ বিশ্বকাপে সমর্থনের জন্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন উর্বশী। সেই সময় অনেকে ভেবেছিলেন, তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে পন্থকে দেখতে গিয়েছিলেন। তবে কিছুদিন আগে তিনি অস্ট্রেলিয়া থেকে ফিরেছেন বলেও জানা যায়।
আরও পড়ুন- ল্যাপ শট রপ্ত করতে রক্তাক্ত হয়েছি বহুবার! রহস্য ফাঁস করলেন সূর্য কুমার
বেশ কিছুদিন আগেই ঋষভ পন্থ এবং উর্বশী রাউতেলার মধ্যে ঝামেলা হয়েছিল। উর্বশী তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে বলেছিলেন, ছোটু ভাইয়ার ব্যাট বল খেলা উচিত। পন্থ জবাব দিয়ে বলেন, "বোন, আমার পিছু ছেড়ে দাও।" শুধু তাই নয়, হঠাৎ করেই ক্যামেরার সামনে এসে ক্ষমাও চান উর্বশী রউতেলা।