TRENDING:

ফিরে দেখা জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ৩০ বছরে প্রথমবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এলেছিল এনডিএ সরকার ৷ দেশের জন্য গেম চেঞ্জিং প্ল্যান নিয়ে আসতে চলেছে মোদি সরকার এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছিল ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান সন্ত্রাস রুখতে সব দেশকে উদ্যোগী হতে হবে। ভারত ৪০ বছর ধরে সন্ত্রাসের মোকাবিলা করছে।
advertisement

ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক নাশকতা শিকার হয়েছে ভারত ৷ এর জেরে প্রশ্ন উঠেছে দেশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ৷ কী করে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও পাঠানকোট বা উরির মত জঙ্গি হামলা হচ্ছে দেশে ৷ চিন্তায় সেনা কর্তারা ৷

রিপোর্ট অনুযায়ী, জম্মু কাশ্মীরের সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ আগের বছরের তুলনায় ২০১৬ সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে ৷ জুন মাসের ৩০ তারিখ পর্যন্ত জঙ্গিরা ৯০ বার সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা চালিয়েছে ৷ গতবছর ২৯ বার এমন চেষ্টা চালানো হয়েছিল ৷

advertisement

রবিবার ভোর রাতে জম্মু-কাশ্মীরে সেনার হেড কোয়ার্টারে আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা ৷ হামলায় শহীদ হয়েছেন ১৭ জন জওয়ান ৷ আহত হয়েছেন বেশ কয়েকজন ৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, গুলির লড়াইয়ে খতম হয়েছে ৪ জঙ্গি ৷ ঘটনার নিন্দা করে ট্যুইট করেছেন দেশের রাজনৈতিক মহল ৷

মোদি সরকার ক্ষমতায় আসার পর হওয়া জঙ্গি হামলা দেখে নিন এক নজরে-

advertisement

পুঞ্চ জঙ্গি হামলা:

সম্প্রতি পুঞ্চ নির্মীয়মান মিনি সচিবালয়ে ডেরা বানিয়ে গা ঢাকা দিয়ে ছিল কয়েকজন জঙ্গি ৷ খবর পেয়ে নির্মীয়মান বাড়িটিতে হানা দিতেই সংঘর্ষ শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে ৷ পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা ৷ জঙ্গি-পুলিশ গুলি বিনিময়ের সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷ এলাকায় জঙ্গি-পুলিশ গুলির লড়াইয়ের সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় এক পুলিশকর্মীর ৷ ৭:৪০ নাগাদ সেনার ৯৩ ব্রিগেড হেডকোয়াটরের কাছে গুলির লড়াই শুরু হয় জঙ্গি ও পুলিশের মধ্যে ৷ প্রায় তিন দিনের গুলির লড়াইয়ের পর খতম করা হয় জঙ্গিদের ৷

advertisement

পুলওয়ামা:

চলতি মাসের ৯ তারিখ CRPF ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা ৷ কিন্তু সেনা তার পাল্টা জবাব দেওয়া সেখান থেকে পালিয়ে যায় তারা ৷ এদিনের ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি ৷ ওই জেলায় চারদিনের মধ্যে এটা দ্বিতীয় হামলা ছিল ৷ এর আগে অগাস্ট মাসে এক পুলিশকর্মীকে বাড়ির সামনে গুলি করে খুন করা হয় ৷ তার কয়েকদিন আগে পুলওয়ামা ডিগ্রি কলেজের সামনে গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা ৷ ঘটনায় ১৮ জন পুলিশ ও আধাসামরিক বাহিনী আহত হন ৷

advertisement

কুপওয়াড়া:

কুপওয়াড়ার সীমান্ত রেখার কাছে সেনা জঙ্গি সংঘর্ষ ৷ সেনা জঙ্গি গুলির লড়াইয়ে প্রাণ হারায় দু’জন জওয়ান ৷ আহতের সংখ্যা দুই ৷ দীর্ঘ ১৮ ঘণ্টা ধরে চলা এই গুলির লড়াইয়ে খতম হয় চারজন জঙ্গি  ৷ চৌকিবাল এলাকায় একটি বাড়িতে গা ঢাকা দিয়ে রয়েছে বেশ কয়েকজন জঙ্গি বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ ৷ এরপর শুক্রবার বিকেলে পুলিশ ও সেনার যৌথবাহিনী ঘিরে ফেলে গোটা এলাকা ৷ সেনাবাহিনী তল্লাশি চালাতে গেলে হামলা করে জঙ্গিরা ৷ পাল্টা জবাবে গুলি চালায় ভারতীয় সেনা ৷ শুরু হয় গুলির লড়াই ৷ এক অফিসার সহ দুই জওয়ান জখম হয়ে পড়েন এই সংঘর্ষে ৷

পাম্পোরে

জুন মাসে পুলওয়ামার পাম্পোরে জঙ্গি হামলায় শহীদ হন আট জওয়ান ও জখম হয়েছেন আরও ২৪ জন জওয়ান ৷ তবে ভারতীয় সেনার পাল্টা হামলায় মারা যায় দুই জঙ্গি ৷ এই হামলার দায় স্বীকার করে লস্কর-ই-তৈবা ৷ ভারতীয় সেনা সূত্র খবর,  ফায়ারিং রেঞ্জে অনুশীলন সেরে ফেরার পথে শ্রীনগর থেকে ১৪ কিমি দূরে পাম্পোরের ফিস্টবল এলাকায় আচমকাই CRPF জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা ৷ জঙ্গিদের চালানো অবিরাম গুলিতে নিহত হন আট আধাসামরিক জওয়ান এবং আহত হন বহু ৷ ঘটনার আকস্মিকতা সামলে উঠে পাল্টা আঘাত হানেন ভারতীয় জওয়ানরা ৷ জওয়ানদের পাল্টা আক্রমণে মারা যায় দুই জঙ্গি ৷ সিআরপিএফ কমান্ডান্ট রাজেশ যাদব সাংবাদিকদের জানান, এই হামলায় ৮ জন জওয়ানকে হারিয়েছে ভারতীয় সেনা ৷ আরও ২৪ জন জওয়ান আহত হয়েছেন ৷ সম্পূর্ণ এলাকা ঘিরে ফেলে চিরুণি তল্লাশি চালায় সেনা ৷

পাঠানকোট:

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

চলতি বছরের শুরুর দিকে ভোররাতে সেনা পোশাকে কুয়াশার সুবিধে নিয়ে পাঠানকোট বিমানঘাঁটিতে হামলা চালায় ছ’জন পাক মদতপুষ্ট জঙ্গি ৷ ছ’ঘন্টার লড়াইয়ের পর সেনার হাতে মারা যায় চার জঙ্গি ৷ ছয় জঙ্গির মৃত্যু এবং প্রায় ১০০ ঘণ্টারও বেশি লড়াই ও তল্লাশি অভিযানের পর অবশেষে শেষ হল এক আতঙ্কের অধ্যায়ের ৷ এই লড়াইয়ের মাঝে ভারত হারিয়েছে সাত জন বীর সেনানীকে ৷ আহত মোট ২০ জন জওয়ান ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ফিরে দেখা জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা