সোমবার দিল্লিতে উরি জঙ্গিহানার ঘটনায় উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ৷ সকাল ১০টায় ডাকা হয়েছে বৈঠক ৷ বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ৷ থাকবেন RAW, IB, BSF, CRPF শীর্ষ কর্তারা, প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রকের সচিবরা ৷ সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিস্তারিত রিপোর্টে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ৷
advertisement
জঙ্গি হামলার তদন্তে উরির ঘটনাস্থল পরিদর্শনে যাবে NIA ৷ ঘটনাস্থলে যাবেন NIA বিশেষ ফরেনসিক বিশেষজ্ঞও ৷ দিল্লি থেকে ৬ সদস্যের দল উরি যাবে ৷ কোন রাস্তা থেকে সেনাঘাঁটিতে জঙ্গিপ্রবেশ ৷ তাও খতিয়ে দেখবে NIA তদন্তকারী দল ৷ ঘটনায় পাক যোগ নিয়েও খতিয়ে দেখা হবে ৷ স্থানীয় সেনাকর্তা ও পুলিশ-প্রশাসনের সঙ্গে কথা বলবে NIA বিশেষ তদন্তকারী দল ৷
অন্যদিকে পাক পিএমও উপদেষ্টা সরতাজ আজিজ জানান, ‘উরি হামলায় পাক যোগ নেই ৷ কাশ্মীর সমস্যা এড়াতেই ভারতের এই মন্তব্য ৷’