বিহারের ভাগলপুরের রাস্তায় কাগজের তৈরি পোশাক পরে সকলকে চমকে দিয়েছেন উরফির এই জাবরা ভক্ত৷ উরফির মতোই পোশাকে চমক দিয়েছেন তিনি৷ জানা গিয়েছে, ওই যুবকের নাম ব্রিজেশ৷ যিনি নানা রকমের পোশাক পরে এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছেন৷ নিজের প্রতিভা সকলের কাছে দেখানোর চেষ্টা করে চলেছেন তিনি৷ কাগজের তৈরি পোশাক পরে এই ব্যক্তিকে দেখেই অনেকের উরফির কথা মনে পড়ে গেছে৷ ইতিমধ্যেই উরফির এই ভক্তর ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
আরও পড়ুন-মৃত্যুর কয়েক ঘন্টা আগে বমি, কিছুদিন ধরেই শরীর ঠিক ছিল না আদিত্যর, তারপর…
আরও পড়ুন- ‘আর নয়! এবার কিন্তু জুতো দিয়ে মারব’, অজয়কে কেন একথা বললেন কাজল? তুমুল শোরগোল
সূত্র থেকে জানা গিয়েছে, ব্রিজেশ কুমার ভাগলপুরের ঘন্টাঘর এলাকার বাসিন্দা৷ ছোটবেলা থেকেই মডেলিং জগতে যাওয়ার শখ ছিল তার৷ ছোট থেকেই স্কুল, কলেজে ছোট ছোট মডেলিং অ্যাসাইনমেন্ট করেছিলেন। পড়াশোনাতেও বেশ অনেকদূর এগিয়েছেন উরফির এই জাবরা ফ্যান৷ ব্রিজেশ বিএড পর্যন্ত পড়াশোনা করেছেন। তবে পড়াশোনাতে ভাল হলেও চাকরি করতে না চাওয়ার কারণে গত কয়েক বছর ধরে মডেলিং করছেন তিনি। ব্রিজেশ আরও বলেন যে তিনি উরফি জাভেদের পোশাক ভীষণপছন্দ করেন এবং তার ডিজাইনও খুব নজর কাড়ে। এই কারণেই ফ্যাশনিস্তার মতোই, তিনি নিজেই বিভিন্ন ধরণের পোশাক ডিজাইন করে তাক লাগাচ্ছেন । ব্রিজেশ বলেন, ছোট শহরে মডেলিং নিয়ে মানুষের অনেক প্রশ্ন থাকে। এই কারণেই প্রতিভা থাকার পরও এখানকার মানুষ তা প্রকাশ্যে আনতে লজ্জা পায়। এই জন্যই ছোট শহরের মানুষরা মডেলিংয়ে অনেক পিছিয়ে যায়। তবে উরফির মতো পোশাক নয় বরং বিভিন্ন রিল ভিডিও ও ব্লগ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করেন ভক্তদের সঙ্গে। অনেকেই যেমন ব্রিজেশের প্রশংসা করেছেন, তেমনই কেউ কেউ আবার কটাক্ষ করতেও ছাড়েননি৷