গত ২০ মার্চ তফশিলি জাতি ও উপজাতি নির্যাতন আইনের কয়েকটি ধারার উপর কিছু নির্দেশিকা জারি করে সুপ্রিম কোর্ট। সেখানে বলা হয়, ওই আইনে কোনও সরকারি কর্মীকে গ্রেফতার করতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুমতি নিতে হবে। পাশাপাশি তফশিলি জাতি ও উপজাতিদের উপরে কোনও অত্যাচারের ঘটনায় মামলা করতে গেলে ডিএসপি পর্যায়ের তদন্ত করতে হবে। সুপ্রিম কোর্টের ওই নির্দেশিকা জারির পরই দেশজুড়ে বনধ ডাকে বেশ কয়েকটি দলিত সংগঠন। পুলিশের সঙ্গে সংঘর্ষে ১১ জনের মৃত্যু হয়৷
advertisement
সুপ্রিম কোর্টের সেই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে ওই আইনে কিছু সংশোধনী আনতে চাইছে কেন্দ্র৷ কেন্দ্রের এই সিদ্ধান্তেরই বিরোধিতায় নেমেছে মধ্যপ্রদেশের বেশ কিছু তথাকথিত উচ্চবর্ণের সংগঠন৷ গোয়ালিয়রের রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে দিয়েছে তারা৷ রেল অবরোধও শুরু হয়ে গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 04, 2018 12:04 PM IST