TRENDING:

এনডিএ-তে বড় ভাঙন, মন্ত্রিত্ব ছাড়লেন কুশওয়াহা, হুমকি দিচ্ছে অগপ-ও

Last Updated:

আগামিকাল অর্থাত্‍‌ মঙ্গলবার সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন৷ বিজেপি-র সঙ্গে বেশ কয়েক মাস ধরেই উপেন্দ্র কুশওয়াহা ও তাঁর দলের বিবাদ চলছিল৷ প্রকাশ্যে বিজেপি-র নিন্দাও শোনা যায় উপেন্দ্রর গলায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: শাসক জোট ন্যাশনাল ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (NDA)-এ বড়সড় ভাঙন৷ কেন্দ্রীয় মন্ত্রী রাষ্ট্রী লোকশক্তি পার্টি (RLSP) সুপ্রিমো উপেন্দ্র কুশওয়াহা ছাড়তে চলেছেন NDA জোট, পদত্যাগ করলেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নের প্রতিমন্ত্রী পদ থেকেও৷ NDA ছাড়তে চলেছে অসম গণপরিষদ (অগপ)-ও৷ এনডিএ থেকে সমর্থন তোলার ইঙ্গিত দিলেন অগপ নেতা কেশব মহন্ত৷ লোকসভা ভোটে আসন বণ্টন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন উপেন্দ্র৷
advertisement

আরও পড়ুন: মধ্যমণি মমতা, আজ এক টেবিলে সব বিরোধী-পক্ষ

৫ রাজ্যে ভোটের বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, ভালো ফল করতে চলেছে কংগ্রেস৷ মোদি সরকারের জনপ্রিয়তায় বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টায় দিল্লিতে জোট বেঁধেছে বিরোধীরাও৷ এহেন কঠিন সময়ে বিজেপি-র নেতৃত্বে এনডিএ জোটে ভাঙন শুরু হয়ে গিয়েছে৷

advertisement

আগামিকাল অর্থাত্‍‌ মঙ্গলবার সংসদে শুরু হচ্ছে শীতকালীন অধিবেশন৷ বিজেপি-র সঙ্গে বেশ কয়েক মাস ধরেই উপেন্দ্র কুশওয়াহা ও তাঁর দলের বিবাদ চলছিল৷ প্রকাশ্যে বিজেপি-র নিন্দাও শোনা যায় উপেন্দ্রর গলায়৷ ২০১৯ লোকসভা ভোটে বিহারে নীতিশ কুমারের জেডিইউ ও বিজেপি-র মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়৷ চুক্তি অনুযায়ী, লোকসভা নির্বাচনে বিহারে জেডিইউ ও বিজেপি লড়বে ১৭টি আসনে৷ বিহারে মোট লোকসভা আসন ৪০টি৷

advertisement

আরও ভিডিও: ৫ রাজ্যে কে এগিয়ে? দেখুন Exit Polls

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এই চুক্তির পরেই ক্ষোভে ফেটে পড়েন উপেন্দ্র কুশওয়াহা৷ কারণ, উপেন্দ্রর RLSP-কে দেওয়া হয় ২টি আসন৷ ২০১৪ সালের থেকেও কম৷ বিজেপি-কে খোলাখুলি আক্রমণের আগে গত ৩০ নভেম্বর আসন সমঝোতা নিয়ে দলকে নিজের ক্ষোভ জানিয়েছিলেন কুশওয়াহা৷ কিন্ত‌ু শেষ পর্যন্ত লাভ হয়নি৷ RLSP এবার বিরোধীজোটের হাত ধরতে চলেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
এনডিএ-তে বড় ভাঙন, মন্ত্রিত্ব ছাড়লেন কুশওয়াহা, হুমকি দিচ্ছে অগপ-ও