এই ধারাবাহিকের নায়িকা ‘কেকা’ ৷ যেই চরিত্র অভিনয় করছেন নবাগতা লেখা চট্টোপাধ্যায় ৷ আর তাঁর নায়ক হচ্ছেন নবাগত ইমতিয়াজ হক ৷ ইমতিয়াজের মা ‘সুবর্ণা’র চরিত্রে অভিনয় করছেন অঞ্জনা বসু ৷ এই ধারাবাহিকে সুবর্ণা এক ধ্রপদী নৃত্যশিল্পী। সুবর্ণা এবং কেকার লড়াইয়ের প্রেক্ষাপটেই জমে উঠবে গল্প।
advertisement
‘বিজয়িনী’ ধারাবাহিকের অভিনেতা-অভিনেত্রীরা ৷
কিছুদিন আগেই সামনে এসেছে বিজয়িনী’ ধারাবাহিকটির প্রোমো। সেখানে দেখা গিয়েছে, ঐতিহ্যবাহী লাল পেড়ে সাদা শাড়িতে নটরাজ মূর্তির সামনে ধ্রূপদী নাচের অনুশীলনে রত এক সুন্দরী মহিলা। তাঁর সৌন্দর্য্য, ব্যক্তিত্বে ঝড়ে পড়ছে আভিজাত্য।
আরও পড়ুন: ইশা-আনন্দের বিয়ের সময় বাজল উপহার হিসেবে পাঠানো লতা মঙ্গেশকরের বিশেষ গান
আর অন্য একটি জায়গায় খোলা মঞ্চে চালু হিন্দি গানের সঙ্গে মন খুলে উত্তাল নাচে ব্যস্ত এক তরুণী। সামনে উপস্থিত জনতার মধ্যে বিপুল চিৎকার, উল্লাস। এই দুই বিপরীত মেরুর মানুষের মধ্যে সংঘাতে শেষে বিজয়িনীর মুকুট কার মাথায় ওঠে, তা দেখতে আপাতত দর্শকের হাতে অপেক্ষা ছাড়া উপায় নেই।