পুলিশের পক্ষ থেকে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, লকডাউনের কারণ উত্তর প্রদেশে কর্মরত এই পরিযায়ী শ্রমিক পরিবারের রসদ ক্রমে ফুরিয়ে আসছিল। শেষে বাধ্য হয়ে তাঁরা সাইকেলে করে যাত্রা শুরু করেন। কৃষ্ণা, প্রমিলা ও আর তাঁর দুই সন্তান এই যাত্রা পথের মধ্যেই লখনউয়ের কাছে প্রবল দুর্ঘটনার মুখে পড়েন। আর তাতে কৃষ্ণা আর প্রমিলার মৃত্যু হয়। গুরুতর আহত হয় তাঁদের সন্তান নিখিল, আর চাঁদনি। লোহিয়া হাসপাতালে তাদের ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।
advertisement
লখনউয়ে শ্রমিক হিসাবে কর্মরত কৃষ্ণা ও প্রমিলা জানকীপুরমের এলাকায় একটি বস্তি অঞ্চলে থাকেন। সেখানেই খাওয়ার অভাব হওয়ায় তাঁরা সিদ্ধান্ত নেন ছত্তিশগড়ে তাঁদের বাড়ি ফিরে যাওয়ার। সাইকেলে এই যাত্রাপথেই তাঁদের ধাক্কা মারে অজ্ঞাত পরিচয় একটি গাড়ি। মৃত্যু হয় দু’জনেরই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2020 4:01 PM IST