এবছর মে মাসে অখিল ভারতীয় আখড়া পরিষদের একটি প্রতিনিধিদল মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে এলাহাবাদের নাম বদলে প্রয়াগ করার আর্জি জানায় । এবছর কুম্ভমেলা অনুষ্ঠিত হওয়ার পরই এলাহাবাদের নাম পরিবর্তনের সম্ভাবনা আছে ।
ঘটনাপ্রসঙ্গে, বম্বে শহরের নাম পাল্টে মুম্বই হওয়ার পিছনেও কৃতিত্ব এই উত্তরপ্রদেশের রাজ্যপাল রাম নায়েকের । তিনি তখন মুম্বইয়ের সাংসদ ছিলেন , জানিয়েছেন সিংহ ।
advertisement
যদিও এই বিষয় নিয়েও সমালোচনায় সরব বিরোধীপক্ষ । সমাজবাদী পার্টি ও কংগ্রেস-দুই দলের তরফ থেকেই এই বিষয় নিয়ে অহেতুক রাজনৈতিক জলঘোলা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে । সমাজবাদী পার্টির মুখপাত্র সুনীল সিংহ সজন বলেছেন গত একবছর ধরেই যোগী সরকার একের পর এক মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে চলেছে । ক্ষমতাসীন সরকারের এই নাম বদল করতে একদিন লাগবে । কিন্তু তা করছেনা বিজেপি সরকার ।
সম্প্রতি মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে দীন দয়াল উপাধ্যায় স্টেশন করেছে উত্তরপ্রদেশ সরকার ।
আরও পড়ুন: অযোধ্যার রাজকন্যাকে বিয়ে করেন কোরিয়ার রাজা, তখন থেকেই ভালো সম্পর্ক আমাদের: যোগী আদিত্যনাথ