TRENDING:

মেথি শাক ভেবে গাঁজা পাতা দিয়ে রান্না হল তরকারি!‌ খেয়ে হাসপাতালে পরিবার

Last Updated:

দুপুরে ভাত মেখে মেথি শাক ভেবে গাঁজা পাতার তরকারি খায় গোটা পরিবার। আর তারপরেই ঘটে বিপত্তি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌কনৌজ:‌ সাধারণত কী হয়!‌ গাঁজার নেশায় আসক্ত কোনও যুবকের ব্যাগ থেকে যদি গাঁজা উদ্ধার করে বাড়ির লোক, তখন সেটিকে কোনও এমনি শাক, পাতা বলে চালিয়ে উদ্ধার পাওয়ার চেষ্টা করেন অনেকে। কিন্তু এক্ষেত্রে ঘটনা একেবারে উল্টো। এখানে মেথি শাক ভেবে গাঁজা পাতা দিয়ে তরকারি রান্না করে হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি হল গোটা পরিবার। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের কনৌজ এলাকায়।
advertisement

নভল কিশোর নামে এক ব্যক্তি মজা করে তাঁর এক প্রতিবেশীকে একটি গাঁজার প্যাকে‌ট দিয়ে বলে এটি আসলে মেথি শাক। সরল মনে সেই গাঁজার প্যাকটটি বাড়ি নিয়ে গিয়ে সেই প্রতিবেশী নিজের বাড়ির লোককে বলেন আলু দিয়ে ভাল করে সেই শাক রান্না করতে। তিনিও রান্না করেন সেটি।

তারপর দুপুরে ভাত মেখে মেথি শাক ভেবে গাঁজা পাতার তরকারি খায় গোটা পরিবার। আর তারপরেই ঘটে বিপত্তি। ক্রমে অসুস্থ হয়ে পড়েন সকলে। শেষে অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। পুলিশ ঘটনার তদন্ত করতে এসে দেখে, সেই গাঁজার প্যাকেটের কিছুটা তখনও পড়ে আছে। তারপরই উদ্ধার হয় আসল রহস্য।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আতঙ্কের রাত শেষ হওয়ার আগেই এল 'মহা'প্লাবন! বাঁধ ভেঙে তলিয়ে গেল সব
আরও দেখুন

পুলিশ নভল কিশোরকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে সে জানিয়েছে, মজা করে গাঁজার প্যাকেট মেথি শাক বলে চালিয়েছিল সে। এখানে ক্ষতি করার কোনও ইচ্ছা ছিল না। সে বুঝতেই পারেনি যে এটিকে সত্যি মেথি শাক ভেবে রান্না করে খেয়ে নেবে ওই পরিবার।

বাংলা খবর/ খবর/দেশ/
মেথি শাক ভেবে গাঁজা পাতা দিয়ে রান্না হল তরকারি!‌ খেয়ে হাসপাতালে পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল