নভল কিশোর নামে এক ব্যক্তি মজা করে তাঁর এক প্রতিবেশীকে একটি গাঁজার প্যাকেট দিয়ে বলে এটি আসলে মেথি শাক। সরল মনে সেই গাঁজার প্যাকটটি বাড়ি নিয়ে গিয়ে সেই প্রতিবেশী নিজের বাড়ির লোককে বলেন আলু দিয়ে ভাল করে সেই শাক রান্না করতে। তিনিও রান্না করেন সেটি।
তারপর দুপুরে ভাত মেখে মেথি শাক ভেবে গাঁজা পাতার তরকারি খায় গোটা পরিবার। আর তারপরেই ঘটে বিপত্তি। ক্রমে অসুস্থ হয়ে পড়েন সকলে। শেষে অসুস্থতা এমন পর্যায়ে পৌঁছে যায় যে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয়। পুলিশ ঘটনার তদন্ত করতে এসে দেখে, সেই গাঁজার প্যাকেটের কিছুটা তখনও পড়ে আছে। তারপরই উদ্ধার হয় আসল রহস্য।
advertisement
পুলিশ নভল কিশোরকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে সে জানিয়েছে, মজা করে গাঁজার প্যাকেট মেথি শাক বলে চালিয়েছিল সে। এখানে ক্ষতি করার কোনও ইচ্ছা ছিল না। সে বুঝতেই পারেনি যে এটিকে সত্যি মেথি শাক ভেবে রান্না করে খেয়ে নেবে ওই পরিবার।