আরও পড়ুন: সর্ষে সয়াবিন-সহ ভোজ্যতেলের দামে মারকাটারি পতন! ১ লিটারের রেট কত? দেখুন তালিকা
জানা যাচ্ছে, কনে যখন বুঝতে পারেন যে, বিয়ের মুহূর্তগুলির ছবি তোলার জন্য কোনও ফটোগ্রাফার নেই, তখন তিনি অনুষ্ঠানে অংশ নিতে সাফ অস্বীকার করেছিলেন। বিয়ের মন্ডপ ছেড়ে চলে যান প্রতিবেশীর বাড়ির উদ্দেশ্যে৷। ওই নববধূ জানিয়েছেন, "যে মানুষটি আজ আমাদের বিয়ের কথা চিন্তা করেনি, সে ভবিষ্যতে কীভাবে আমার যত্ন নেবে?" পরিবারের বড়োরা তাঁকে বোঝানোর চেষ্টা করার পরেও তিনি বিয়ে করতে অস্বীকার করেছিলেন।
advertisement
বিষয়টি গুরুতর হওয়ায় পুলিশকে জানানো হয়। মঙ্গলপুর থানার উপ-পরিদর্শক দরি লালের মতে, বিষয়টি পারস্পরিকভাবে মিটে গেছে। দুই পক্ষ একে অপরকে দেওয়া নগদ টাকা ফেরত দেয়। কনে ছাড়াই বর ফিরে গিয়েছেন৷
এর আগে উত্তরপ্রদেশেই বর মালা ছুঁড়ে দেওয়ার ঘটনায় বিচলিত হয়ে কনে বিয়ে করতে অস্বীকার করে। তাঁকে রাজি করানোর অনেক চেষ্টা করা হয়। কিন্তু তিনি তাঁর সিদ্ধান্তে অটল থাকেন। এরপরে আবারও সেই একই ধরনের ঘটনা৷