নারী নির্যাতনের প্রতিবাদে মধ্যরাতের মোমবাতি মিছিলের সাক্ষী থাকল রাজধানী। কাঠুয়া ও উন্নওয়ে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে মিছিলের ডাক দেন কংগ্রেস সভাপতি। রাহুলের সঙ্গে মিছিলে ছিলেন সনিয়াপ্রিয়াঙ্কা-সহ কংগ্রেসের নেতা ও কর্মীরা। ছিলেন রবার্ট বঢ়রাও। পা মেলান নির্ভয়ার মা ও ভাইও।
মধ্যরাতের জমায়েতের জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করেন কংগ্রেস সভাপতি। মধ্যরাতে ইন্ডিয়া গেটের সামনে কয়েক হাজার মানুষ জড়ো হন। রাত সোয়া বারোটা নাগাদ দিল্লি প্রদেশ কংগ্রেস কমিটির অফিস থেকে মিছিল শুরু হয়। ইন্ডিয়া গেটের সামনে গিয়ে শেষ হয় মিছিল। রাহুল গান্ধির ডাকে কংগ্রেসের নেতা-কর্মীরা ছাড়াও বহু সাধারণ মানুষ ও কলেজ পড়ুয়ারাও মিছিলে পা মেলান। মোমবাতি মিছিল থেকে কেন্দ্র তথা মোদি সরকারকেই নিশানা করা হয়।
advertisement
নারীদের উপর যেভাবে আক্রমণ বাড়ছে, তা বন্ধ করতে সরকারকেই ব্যবস্থা নিতে হবে বলে দাবি করেন রাহুল। কংগ্রেস সভাপতির মধ্যরাতের মোমবাতি মিছিলকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার আয়োজন করা হয়।