TRENDING:

Amit Shah| লক্ষ্য ২০২১! পয়লা মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ

Last Updated:

বিধানসভা ২০২১ সালে৷ তার আগে এ বছর অবশ্য এপ্রিল-মে মাসে রাজ্যে পুরভোট৷ জানা গিয়েছে, রাজ্যে দলীয় কনভেনশনে যোগি দিতেই আসছেন শাহ৷ একই সঙ্গে বৈঠক করে ভোট কৌশল ঠিক করবেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন৷ লোকসভা নির্বাচনে রাজ্যে ১৮টি আসন পেয়েছিল৷ লোকসভায় বিজেপি-র ভালো ফল চিন্তায় রেখেছে শাসকদলকে৷ এ বার লক্ষ্য বিধানসভা নির্বাচন৷ বিধানসভাতেও পূর্ণ শক্তি দিয়ে ঝাঁপাতে কোমর বাঁধছে গেরুয়া শিবির৷ যার নির্যাস, পয়লা মার্চ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, বিধানসভা নির্বাচনের আগে একাধিক বার পশ্চিমবঙ্গে সফরে আসবেন শাহ৷
advertisement

বিধানসভা ২০২১ সালে৷ তার আগে এ বছর অবশ্য এপ্রিল-মে মাসে রাজ্যে পুরভোট৷ জানা গিয়েছে, রাজ্যে দলীয় কনভেনশনে যোগ দিতেই আসছেন শাহ৷ একই সঙ্গে বৈঠক করে ভোট কৌশল ঠিক করবেন৷ বিজেপি সূত্রের খবর, আপাতত নিয়মিত রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) চালুর জন্য অমিত শাহকে সংবর্ধনা দেবে রাজ্য বিজেপি৷

advertisement

দিল্লি নির্বাচনে ভরাডুবি হয়েছে বিজেপির৷ অমিত শাহর ভোট কৌশল কাজে লাগেনি৷ অরবিন্দ কেজরিওয়ালেই ভরসা রেখেছে দিল্লি৷ অথচ এই দিল্লিতেই লোকসভা নির্বাচনে ৭টি আসনের মধ্যে ৭টিই পেয়েছিল বিজেপি৷ তাই পশ্চিমবঙ্গে লোকসভায় ভালো ফল করলেও ২০২১-এর বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবির কতটা থাবা বসাতে পারবে, তা সময়ই বলবে৷

দিল্লি বিধানসভা নির্বাচনে ভরাডুবির জন্য বিজেপি নেতাদের 'গোলি মারো'-র মতো কুকথা প্রয়োগকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অমিত শাহ৷ একই সঙ্গে তাঁর অ্যাসেসমেন্ট ভুল ছিল বলেও স্বীকার করেছেন তিনি৷ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কী রণকৌশল নেয় বিজেপি, সেটাই এখন দেখার৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Amit Shah| লক্ষ্য ২০২১! পয়লা মার্চ রাজ্যে আসছেন অমিত শাহ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল