এদিন অমিত শাহ বলেন, পহেলগাঁওতে হামলা চালানো আতঙ্কবাদীরা যদি ভাবে তারা যুদ্ধ জিতে গিয়েছে, তবে ভুল ভাবছে। তাঁর কথায়, ‘‘লড়াই এখনও শেষ হয়নি। ওরা (সন্ত্রাসীরা) যেন না ভাবে যে আমাদের ২৭ জনকে হত্যা করার পর তারা যুদ্ধ জিতে গিয়েছে।’’
advertisement
এদিনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিরস্ত্র মানুষদের এমন নির্মমভাবে হত্যা করার জন্য প্রত্যেক সন্ত্রাসীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে। তাঁর ঘোষণা নরেন্দ্র মোদি সরকার সন্ত্রাসবাদকে উপড়ে ফেলবে এবং এই সন্ত্রাসী হামলার জবাব দেবে।
তিনি বলেন, ‘‘হামলায় জড়িত প্রতিটি ব্যক্তিকে উপযুক্ত জবাব দেওয়া হবে। যারা হামলার শিকার হয়েছেন এটি কেবল তাঁদের ব্যক্তিগত ক্ষতি নয়, আমাদের ব্যক্তিগত ক্ষতি। যারা নৃশংস সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না’’, হুঙ্কার শাহের।
প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর প্রথম প্রতিক্রিয়ায় জানিয়েছিলেন, ‘‘আমরা অপরাধীদের খুঁজে বের করতে পৃথিবীর শেষ প্রান্তে পর্যন্ত যাব।’’