তা হলে দিল্লি নির্বাচনে কি শাহিনবাগ ইস্যু ছিল না বিজেপির? একটি বেসরকারি বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে অমিত শাহ বললেন, 'আমরা শাহিনবাগকে ভোটের একটি ইস্যু করেছিলাম৷ এবং এখনও তা ইস্যু৷'
দিল্লি ভোটের আগে প্রচারে অমিত শাহ বলেছিলেন, 'এত জোরে ইভিএম-এর বোতাম টিপুন, যেন কারেন্ট লাগে শাহিনবাগে৷' এই মন্তব্য প্রসঙ্গে শাহের বক্তব্য, 'আমি কোনও ব্যক্তিকে কারেন্ট দেওয়ার কথা বলতে চাইনি৷ মানুষকে ইস্যুটা বোঝাতে চেয়েছিলাম৷'
প্রসঙ্গেত, দিল্লি ভোটের আগে শাহিনবাগের প্রসঙ্গে শুধু অমিত শাহই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও শোনা গিয়েছে৷
লোকসভা ভোটে বিপুল জয়ের পরে অমিত শাহকে অনেকেই ভারতীয় রাজনীতির চাণক্য বলেন৷ দিল্লিতে ভরাডুবির পরে সেই তকমায় ছেদ পড়েছে৷ এ প্রসঙ্গে অমিত শাহ বললেন, 'আমি নিজেকে কখনও চাণক্য বলিনি৷ আমি চাণক্য পড়েছি, আমি চাণক্যর ধারেকাছেও নেই৷ তাই সকলের কাছে আমার অনুরোধ, দয়া করে আমায় চাণক্যের সঙ্গে তুলনা করবেন না৷ হার জিত নিয়ে চিন্তিত নয় বিজেপি৷'